যে তিন উপায়ে অভিষেকের ঐতিহ্য ভাঙছেন ডেমোক্র্যাটরা
১৭৮৯ সালে জর্জ ওয়াশিংটনের প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের পর থেকে ঐতিহ্যগতভাবে কিছু আনুষ্ঠানিকতা আজ অবধি পালন করা হচ্ছে, যেমন শপথ গ্রহণ ও নতুন প্রেসিডেন্টের অভিষেক ভাষণ। চার বছর আগে অবশ্য প্রজন্মের পর প্রজন্ম ধরে পালন করে আসে ঐতিহ্যগুলো ভেঙে পড়েছিল। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ১৫০ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম, যিনি তার উত্তরসূরীর শপথ অনুষ্ঠান এড়িয়ে গেছেন। নির্বাচনের ফলাফলকে বানোয়াট দাবি করে তিনি নিজেকে জয়ী দাবি করেছেন। ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ২০ জানুয়ারি আবারও হোয়াইট হাউসে ফিরে আসছেন।
ডেমোক্র্যাটরা অবশ্য এবার চার বছর আগের ক্যাপিটল হিলে দাঙ্গা-সহিংসতার বিপরীতে সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছে। তবে ছোটোখাটো উপায়ে তারাও কিছু ঐতিহ্য ভঙ্গ করতে যাচ্ছেন।
অভিষেক অনুষ্ঠানে মিশেল ওবামার অনুপস্থিতি
এই সপ্তাহে ঘোষণা করা হয়েছে, সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা তার স্বামী বারাকের সঙ্গে সোমবার (২০ জানুয়ারি) ৪৭তম প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন না।
গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) হাউস অব রিপ্রেজেন্টেটিভের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, তিনিও এ অনুষ্ঠান এড়িয়ে যাবেন। ধারণা করা হচ্ছে, অন্যান্য ডেমোক্র্যাট নেতারাও অনুষ্ঠানটি এড়িয়ে যাবেন। যদিও তারা এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বয়কটের কোনো ঘোষণা দেননি।
ওবামার অফিস থেকে সংক্ষিপ্ত বিবৃতিতে কোনো কারণ জানানো হয়নি। মিশেল ওবামা কয়েকদিন আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়াতেও যোগ দেননি। যদিও তাঁর স্বামী বারাক ওবামাকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলাপচারিতা করতে দেখা গেছে।
তবে কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছিলেন অন্যান্য সাবেক ফার্স্ট লেডিরা। মিশেল ওবামা তার স্বামী ক্ষমতা ছাড়ার পর অনুষ্ঠিত দুটি অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এমনকি, ২০১৭ সালে ট্রাম্পের প্রথম শপথগ্রহণ অনুষ্ঠানেও তিনি অংশ নিয়েছিলেন। পরে অবশ্য তিনি বলেছিলেন, মঞ্চে বৈচিত্র্যের অভাবে সেই অনুষ্ঠান উপভোগ করেননি।
কমলা হ্যারিস ভিপির বাসভবনে জেডি ভ্যান্সকে স্বাগত জানাননি
বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তার উত্তরসূরী জেডি ভ্যান্সকে ওয়াশিংটন ডিসিতে ভাইস প্রেসিডেন্টের (ভিপি) বাসভবনে সাক্ষাতের জন্য ঐতিহ্যগত আমন্ত্রণ জানাননি। মার্কিন সংবাদ সিবিএস নিউজ সূত্রের বরাতে এ তথ্য জানায়।
কমলা হ্যারিস লস অ্যাঞ্জেলেসের বিধ্বংসী দাবানলসহ বিভিন্ন বিষয়ে ব্যস্ত রয়েছেন বলে জানা গেছে। উভয় পক্ষ থেকেই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এমনটি চার বছর আগে কমলা হ্যারিস মাইক পেন্সের কাছ থেকে দায়িত্ব নেওয়ার সময়ও ঘটেছিল। ২০২০ সালের নির্বাচনের পরে দাঙ্গা-সংঘর্ষের ঘটনায় তাদের দুজনের মধ্যেও কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি। কমলা হ্যারিসের দল দাবি করেছে, তারা কোনো আমন্ত্রণ পাননি। পেন্স শিবির তা অস্বীকার করে বলেছে, আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল।
বাইডেনের বিদায়ী সংবাদ সম্মেলন নেই
হোয়াইট হাউসে বাইডেনের মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকায় বলা যায়, তাঁর বিদায়ী সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার সম্ভবনা নেই।
সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা বিদায়ী সংবাদ সম্মেলন করলেও ২০২০ সালের নির্বাচনের পরে ট্রাম্প তা করেননি।
বাইডেনের টিম অবশ্য দীর্ঘদিন ধরে জোর দিয়ে দাবি করছিলেন, তিনি গণমাধ্যমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। তবে সান্তা বারবারা বিশ্ববিদ্যালয়ের আমেরিকান প্রেসিডেন্সি প্রজেক্টের তথ্য অনুসারে, বিদায়ী প্রেসিডেন্ট কয়েক দশক ধরে অন্য যেকোনো সময়ের চেয়ে কম সংবাদ সম্মেলন করেছেন, যার বার্ষিক গড় মাত্র ৯ দশমিক ৪।