গাজায় ঢুকেছে ৬৩০টির বেশি ত্রাণবাহী ট্রাক : জাতিসংঘ
গাজায় দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতির পরপরই গাজার বাসিন্দারা স্বদেশ প্রত্যাবর্তনের আনন্দে বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এদিকে যুদ্ধবিরতির পর গাজায় ঢুকতে শুরু করেছে ত্রাণবাহী ট্রাক।
রোববার গাজায় ৬৩০টির বেশি ত্রাণবাহী ট্রাক ঢুকেছে বলে জানিয়েছে জাতিসংঘ। আজ সোমবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
ত্রাণবাহী ট্রাক প্রবেশ প্রসঙ্গে জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার বলেন, ‘সময়ক্ষেপণের কোনো সুযোগ নেই।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিধ্বস্ত গাজায় এখন প্রচুর খাদ্যের প্রয়োজন। সাম্প্রতিক সময়গুলোতে গড়ে মাত্র ৪০টি ট্রাক এসেছিল, যেখানে সংঘাত-পূর্ববর্তী সময়ে প্রতিদিন প্রায় ৫০০ ট্রাক প্রবেশ করত। যুদ্ধবিরতি চুক্তি অনুসারে প্রতিদিন ৬০০টি ত্রাণ ট্রাক প্রবেশ করতে হবে।