ক্যাপিটল হিলে দাঙ্গাকারীদের ক্ষমা করলেন ট্রাম্প
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণের পরই ওভাল অফিসে তিনি কিছু আদেশে স্বাক্ষর করেন। যেখানে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার সঙ্গে জড়িত প্রায় ১ হাজার ৬০০ জনকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন তিনি।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিবি।
প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্সির প্রথম দিনেই ডোনাল্ড ট্রাম্প কিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। যেখানে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার সঙ্গে জড়িত প্রায় ১ হাজার ৬০০ জনকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন তিনি।
অনেকেই কয়েক ঘণ্টার মধ্যে মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে, যার মধ্যে অতি-ডানপন্থি প্রাউড বয়েজ নেতাও রয়েছেন।
ডেমোক্র্যাটিক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি এই আদেশকে বিচার ব্যবস্থার প্রতি ‘জঘন্য অপমান’ বলে অভিহিত করেছেন।
ডোনাল্ড ট্রাম্প তার অভিষেক ভাষণে বলেন, ‘আমেরিকার স্বর্ণযুগ এখনই শুরু হচ্ছে।’ তিনি বলেন, তিনি একজন ‘শান্তি প্রতিষ্ঠাকারী ও ঐক্যবদ্ধকারী’ হবেন।