দিল্লিতে হেরে জনতার রায় মাথা পেতে নিলেন কেজরিওয়াল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/08/arvind_kejriwal.jpg)
দিল্লির বিধানসভা নির্বাচনের ভোটগণনার পর অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, জনতার যে রায়, তা বিনম্রতার সঙ্গে স্বীকার করছি। জনতার রায় মাথা পেতে নিলাম।
শনিবার (৮ ফেব্রুয়ারি) টানা ছয় ঘণ্টা ভোট গণনা শেষে আম জনতা পার্টির হার স্বীকার করে প্রাথমিক প্রতিক্রিয়ায় অরবিন্দ কেজরিওয়াল এসব কথা বলেন। খবর হিন্দুস্তান টাইমস বাংলার।
ভারতীয় সংবাদমাধ্যমটির ওই প্রতিবেদনে বলা হয়, ২৭ বছর পরে দিল্লিতে ক্ষমতায় ফিরল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। পদ্ম ফুটল দিল্লিতে। রাজধানী দখল করল বিজেপি। আর সেই পরাজয়ের পরে কী বললেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল? কেজরিওয়াল বলেন, ‘জনতার যে রায় তা বিনম্রতার সঙ্গে স্বীকার করছি। জনতার রায় মাথা পেতে নিলাম। বিজেপিকে অভিনন্দন জানাচ্ছি। যে বিশ্বাস নিয়ে বিজেপিকে মানুষ ভোট দিয়েছেন আমাদের আশা তা তাঁরা পূরণ করবেন।’
কেজরিওয়াল আরও বলেন, ‘গত ১০ বছরে আমরা যে সুযোগ পেয়েছিলাম তাতে অনেক কাজ করেছিলাম। শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে। জলবিদ্যুতের ক্ষেত্রেও অনেক কাজ করেছিলাম। অনেক বিষয়ে আমরা দিল্লিবাসীর স্বস্তি দেওয়ার চেষ্টা করছিলাম। দিল্লির সার্বিক পরিকাঠামো বদলানোর চেষ্টা করছিলাম। এখন জনতা যে রায় দিয়েছে তাতে আমরা কেবলমাত্র গঠনমূলকবিরোধীর ভূমিকায় থাকব এমনটাই নয়, আমরা সমাজসেবার কাজ চালিয়ে যাব। রাজনীতিকে আমরা আদর্শ মানি। আমরা মানুষের সুখ-দুঃখের পাশে থাকব। আমরা একইভাবে জনতার সুখ-দুঃখের পাশে থাকব। আমরা জনতার সুখ-দুঃখের পাশে থাকব। আপ নেতাকর্মীদের অভিনন্দন জানাচ্ছি। তাঁরা সুন্দর ভোটে লড়েছে। প্রচুর পরিশ্রম করেছেন। সাহস দেখিয়েছেন। তাঁদের অভিনন্দন জানাচ্ছি।’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/08/arvind_kejriwal_inner.jpg)
বিজেপি প্রার্থী পরবেশ বর্মার কাছে ৪ হাজার ৪৯ ভোটে পরাজিত হলেন। ২০১৩ সাল থেকে নয়াদিল্লি বিধানসভা আসনে টানা তিনবার জিতেছিলেন কেজরিওয়াল। কিন্তু চতুর্থবারে সফল হতে পারলেন না। বরং দিল্লির সাবেক মুখ্যমন্ত্রীকে হারিয়ে ৪৮ বছর পরে নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রে পদ্মফুল ফোটালেন পরবেশ।
দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে একটা সময় দিল্লিবাসীর মন জয় করে নিয়েছিলেন কেজরিওয়াল। শিক্ষিত ও পরিচ্ছন্ন কেজরিওয়ালকে ঘিরে স্বপ্ন বুনতে শুরু করেছিলেন দিল্লির মানুষ।