ইসরায়েলে হামাসের রকেট হামলা

ইসরায়েলের মধ্যাঞ্চলে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। টাইমস অব ইসরায়েল একজন পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, হামাসের রকেট হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর আলজাজিরার।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা একটি রকেট আকাশে থাকা অবস্থায় গুলি করে ভূপাতিত করেছে। তবে আরও দুটি রকেট ইসরায়েলের মধ্যাঞ্চলের ফাঁকা জায়গায় গিয়ে পড়ে। টাইমস অব ইসরায়েল আরও জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ ওই এলাকায় চিরুনি অভিযান চালিয়ে রকেটের কোনো ভগ্নাংশ বা শার্পনেল আছে কিনা তা খুঁজে বের করার চেষ্টা করছে।
এদিকে, ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে গাজার অভ্যন্তর থেকে ছোড়া বেশকিছু রকেট হামলায় বিমান উঠানামায় বিঘ্ন ঘটে। এই ঘটনায় কমপক্ষে ছয়টি ফ্লাইটের পথ পরিবর্তন করা হয়।
এই রকেট হামলার দায় স্বীকার করেছে হামাসের কাশেম ব্রিগেড। তারা বলেছে গাজায় চলতে থাকা ইসরায়েলি হামলার জবাবে তেল আবিবে এই রকেট হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হামাসের হাতে আটক থাকা জিম্মিদের বিষয়ে একটি বৈঠকের অনুরোধ জানিয়েছে। জাতিসংঘে ইসরায়েলের দূত ড্যানি ডেনন বলেছেন আজ বৃহস্পতিবার জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া এলি শারাবি পরিষদের অধিবেশনে সাক্ষ্য দেবেন বলে আশা করা হচ্ছে। এর আগে এলি শারাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটেও সাক্ষাত করেছিলেন।