ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৩

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ নগরীতে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আজ শুক্রবার (৪ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
তিন বছরেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উভয় দেশকেই যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য চাপ দিয়েছেন তিনি। এর মধ্যেই রাশিয়া ও ইউক্রেন বিমান হামলা চালিয়ে যাচ্ছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা বৃহস্পতিবার (৩ এপ্রিল) টেলিগ্রামে জানিয়েছে, রাতে খারকিভের আবাসিক ও অফিস ভবন লক্ষ্য করে হামলা চালানো হলে বেশ কটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এক শিশুসহ ৩২ জন আহত হয়।
জরুরি পরিষেবা বিভাগ আরও জানিয়েছে, ‘খারকিভের একটি জেলায় রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে। আবাসিক ভবন ও একটি প্রশাসনিক ভবনে হামলার ফলে চারস্থানে আগুন লেগেছে। ধ্বংসস্তূপ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
স্থানীয় কর্তৃপক্ষ মস্কোকে দোষারোপ করে জানিয়েছে, ইউক্রেনীয় অঞ্চলের দিনিপ্রো, জাপোরিঝিয়া ও কিয়েভে আরও পাঁচজন আহত হয়েছে।
অঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বোগোমাজ শুক্রবার টেলিগ্রাম পোস্টে বলেছেন, ‘রাশিয়ার ব্রায়ানস্ক গ্রামে ইউক্রেনের ড্রোন হামলায় একজন নিহত ও অপর একজন আহত হয়েছে। ড্রোন হামলার ফলে গ্রামের দুই বাসিন্দা সার্পনেলের আঘাত (বিস্ফোরণে ছুঁড়ে ফেলা বোমা, শেল বা অন্য কোনো বস্তুর টুকরোর আঘাত) পেয়েছেন। হামলায় দুর্ভাগ্যবশত, একজনের মৃত্যু হয়েছে।’
রাশিয়ার শীর্ষ অর্থনৈতিক আলোচক কিরিল দিমিত্রিভ সম্পর্ক উন্নয়নের লক্ষে আলোচনার জন্য ওয়াশিংটন সফরের সময় এসব হামলা চালানো হয়।
ট্রাম্প মস্কোর সঙ্গে উষ্ণ সম্পর্ক স্থাপনের জন্য চাপ দিচ্ছেন। তিন বছরের ইউক্রেন যুদ্ধে যুদ্ধবিরতি কার্যকর করার আশায় প্রেসিডেন্ট ট্রাম্প ভলোদিমির জেলেনস্কি, ভ্লাদিমির পুতিন ও রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন।
ওয়াশিংটন গত মাসে জানায়, কিয়েভ ও মস্কো উভয়ই জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের ‘বাস্তবায়নের ব্যবস্থা তৈরি’ করতে আলাদাভাবে সম্মত হয়েছে। কিন্তু হামলা অব্যাহত রয়েছে। উভয় পক্ষই তাদের জ্বালানি স্থাপনাগুলোয় হামলার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অভিযোগ করেছে।
কিয়েভ গত মাসে সৌদি আরবে আলোচনার পর করা চুক্তি ‘লঙ্ঘনের’ জন্য মস্কোর ওপর নিষেধাজ্ঞা জোরদার করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে।
গত বুধবার (২ এপ্রিল) ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামোয় হামলা করছে। এ বক্তব্যের পরে সেদিনই জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিগে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালে এতে কমপক্ষে চারজন নিহত হয়।