দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৩ জুন অনুষ্ঠিত হবে। সামরিক আইন জারির কারণে সিউলের সাবেক নেতা ইউন সুক ইওলকে পদ থেকে অপসারণের প্রায় চারমাস পর শূন্যপদ পূরণে এ ঘোষণা দেওয়া হয়। দেশটির প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু এ ঘোষণা দিয়েছেন। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
গত বছরের ডিসেম্বর থেকে দক্ষিণ কোরিয়া কার্যকরভাবে নেতৃত্বহীন হয়ে পড়ে। সাবেক প্রেসিডেন্ট ইউন সামরিক শাসন জারি করে বেসামরিক শাসনকে ধ্বংস করার চেষ্টা করলে দেশটির সাংবিধানিক আদালত তাকে অভিশংসিত করে প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেয়।
গত সপ্তাহে একটি আদালত তার অভিশংসন বহাল রেখে তাকে শীর্ষ পদ থেকে সরিয়ে দিয়ে নতুন নির্বাচন প্রক্রিয়ার ঘোষণা দিয়েছে, যা ৬০ দিনের মধ্যে অনুষ্ঠিত হতে হবে।
প্রধানমন্ত্রী হ্যান ডাক-সু বলেছেন, ‘সরকার জাতীয় নির্বাচন কমিশন ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আলোচনা করেছে। এতে নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে নিশ্চিত করার ও রাজনৈতিক দলগুলোর প্রস্তুতির জন্য সময় দেওয়ার প্রয়োজনীয়তা বিবেচনা করে আগামী ৩ জুন দক্ষিণ ২১তম প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ হিসেবে নির্ধারণ করার সিদ্ধান্ত হয়েছে। ভোটদানের সুবিধার্থে ওই দিনটিকে একটি অস্থায়ী সরকারি ছুটি হিসেবে মনোনীত করা হবে।’

নির্বাচনের জন্য দেশটিতে আনুষ্ঠানিক প্রচারণা ১২ মে থেকে ২ জুন পর্যন্ত চলবে।
হ্যান মন্ত্রণালয় ও জাতীয় নির্বাচন কমিশনকে এমন একটি নির্বাচন নিশ্চিত করার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন যা আগের চেয়েও বেশি সুষ্ঠু, স্বচ্ছ এবং জনগণের আস্থা অর্জন করতে পারে।
দেশটির সংবিধান অনুসারে প্রেসিডেন্টের অপসারণের পর ৩ মাসের মধ্যে নির্বাচনের আয়োজনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট বেছে নেওয়ার বিধান রয়েছে। সেই হিসেবে ইউন বিদায় নেওয়ার পর চার মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে।