গাজা ফেরত ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র

কিছু সময়ের জন্য হলেও গাজায় অবস্থান করেছিলেন এমন মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এই নির্দেশনা সংবলিত স্টেট ডিপার্টমেন্টের এমন নথিতে স্বাক্ষর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ সংবাদ জানায়।
প্রতিবেদনে বলা হয়, সরকারি ওই নথিতে সব অভিবাসী ও অন-অভিবাসী ভিসা, যেমন শিক্ষার্থী ও পর্যটকদের জন্য অতিরিক্ত যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়মের আওতায় আসবেন যারা ২০০৭ সালের জানুয়ারির পর থেকে গাজায় ‘সরকারি বা কূটনৈতিক ক্ষমতায় কিছু সময়ের জন্যও’ অবস্থান করেছেন। এ ছাড়া বেসরকারি সংস্থাগুলোর কর্মী ও স্বেচ্ছাসেবকরাও এই সোশ্যাল মিডিয়া পর্যালোচনার অন্তর্ভুক্ত হবেন।

নথিতে উল্লেখ করা হয়, সোশ্যাল মিডিয়া পর্যালোচনার সময় যদি ‘নিরাপত্তা সংক্রান্ত সম্ভাব্য আপত্তিকর তথ্য’ পাওয়া যায়, তবে আবেদনটি আন্তঃসংস্থা তদন্তের জন্য জমা দিতে হবে। এই তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে যে, আবেদনকারী জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে কিনা।
চলতি বছরের শুরুতে মার্কো রুবিও দায়িত্ব গ্রহণের পর থেকে তার দপ্তর ৩০০টিরও বেশি ভিসা বাতিল করেছে।