পোপ ফ্রান্সিসের মৃত্যুতে স্পেনে ৩ দিনের শোক

স্পেনের জাস্টিস মিনিস্টার ফেলিক্স বোলানোস সোমবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেছেন, ৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিসের মৃত্যুতে স্পেন তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে।
মাদ্রিদ থেকে এএফপি জানায়, পোপের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে বোলানোস বলেন, ‘তিনি একজন ভালো মানুষ ও মহান পোপ ছিলেন। তার প্রয়ানে স্পেন সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে।’
ফ্রান্সিসের ১২ বছরের ‘সংস্কারমুখী’ পোপত্বের প্রশংসা করে বোলানোস বলেন, এটি ইতিহাসে অনন্য উত্তরাধিকার রেখে যাবে।
ভ্যাটিকান সূত্রে জানা গেছে, পোপ ফ্রান্সিসের মৃত্যু শান্তিপূর্ণভাবেই হয়েছে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্বের কোটি কোটি খ্রিস্টান শোকে মুহ্যমান হয়ে পড়েন।
ভ্যাটিকানের কার্ডিনাল কেভিন ফারেল এক বিবৃতিতে বলেছেন, “তিনি সারাজীবন প্রভু ও তাঁর গির্জার সেবায় নিয়োজিত ছিলেন। আমাদের হৃদয় ভারাক্রান্ত, তবে তাঁর উত্তরাধিকার অম্লান থাকবে।”
বিশেষভাবে লক্ষণীয়, মৃত্যুর মাত্র একদিন আগে পোপ ফ্রান্সিস সেন্ট পিটার্স স্কয়ারে হাজারো উপাসকের সামনে উপস্থিত হন এবং সবাইকে "শুভ ইস্টার" জানান। তখন তিনি হাসিমুখেই উপস্থিত ছিলেন।
পোপ ফ্রান্সিস ছিলেন ইতিহাসের প্রথম লাতিন আমেরিকান পোপ, যিনি ২০১৩ সালে পোপ বেনেডিক্টের অবসর গ্রহণের পর দায়িত্ব নেন।