রাশিয়া ও ইউক্রেন চুক্তির খুব কাছাকাছি : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেন একটি চুক্তির খুব কাছাকাছি। মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন দূত স্টিভ উইটকফের বৈঠকের কয়েক ঘণ্টা পর এ কথা জানান ট্রাম্প। খবর বিবিসির।
ট্রাম্প বলেছেন, এটি আলোচনার একটি ‘ভালো দিন’ ছিল। অন্যদিকে ক্রেমলিন এ বৈঠককে ‘গঠনমূলক’ হিসেবে বর্ণনা করেছে। তবে ইউক্রেনের কেউ এ বৈঠকে ছিল না।
এর আগে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন, বেশিরভাগ প্রধান বিষয়গুলোতে একমত হওয়া গেছে। রাশিয়া ও ইউক্রেনকে ‘খুব উচ্চ পর্যায়ে’ বৈঠক করে ‘চুক্তিটি সম্পন্ন করার’ আহ্বান জানান তিনি।
এদিকে, শুক্রবার (২৫ এপ্রিল) গভীর রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার ভিডিও ভাষণে বলেছেন, নিঃশর্ত যুদ্ধবিরতি মেনে নেওয়ার জন্য ‘রাশিয়ার ওপর প্রকৃত চাপ প্রয়োগ প্রয়োজন’।
আগের দিন জেলেনস্কি বিবিসিকে বলেন, ‘পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি’ হলে কিয়েভ এবং মস্কোর মধ্যে আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা যেতে পারে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মার্কিন শান্তি প্রস্তাবের আওতায় রাশিয়া তার অধিগ্রহণ করা অঞ্চলের একটি বড় অংশ ইউক্রেনকে ছেড়ে দেবে বলে আশা করা হচ্ছে। আজ শনিবার (২৬ এপ্রিল) পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে রোমে যাওয়ার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ক্রিমিয়া উপদ্বীপ ধরে রাখার জন্য রাশিয়াকে সমর্থন দেবেন তিনি।

রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করে এবং মস্কো ইতোমধ্যে ইউক্রেনীয় ভূখণ্ডের প্রায় ২০ শতাংশ নিয়ন্ত্রণে নিয়েছে।
ট্রাম্পের দূত উইটকফের সঙ্গে পুতিনের চতুর্থ দফায় তিন ঘণ্টার আলোচনাকে ‘খুব কার্যকর’ বলে বর্ণনা করেছেন রুশ প্রেসিডেন্টের সহযোগী ইউরি উশাকভ। তিনি বলেন, এটি ‘শুধু ইউক্রেন নয়, বরং অন্যান্য আন্তর্জাতিক ইস্যুতেও রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে আরও কাছাকাছি এনেছে। বিশেষ করে, ইউক্রেনীয় সংকটের বিষয়ে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনা নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে।’