লাহোর ও করাচির আকাশপথ আংশিক বন্ধ ঘোষণা পাকিস্তানের

পাকিস্তানের উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ দেশটির করাচি ও লাহোর শহরের বিশেষ কিছু অঞ্চলের আকাশপথ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ আকাশচারী লোকজনের প্রতি এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১ মে) জানিয়েছে, এক মাসের জন্য শহর দুটির কিছু নির্ধারিত অংশের আকাশপথ বন্ধ থাকবে। খবর এআরওয়াই নিউজের।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ মে থেকে ৩১ মে পর্যন্ত প্রতিদিন ভোর রাত ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত করাচি ও লাহোর শহরের নির্ধারিত অংশের আকাশপথ বন্ধ থাকবে। নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ। তবে এ সময়ের মধ্যে বিকল্প রুটে বাণিজ্যিক ফ্লাইট চলাচল করবে বলে জানিয়েছে তারা।
কর্তৃপক্ষ বলেছে, উড়োজাহাজ চলাচল নির্বিঘ্ন করতে ও ফ্লাইট শিডিউল বজায় রাখতে এ সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলার বিশেষ নির্দেশনা দেবে। আংশিক এই বিধিনিষেধে রুটিন শিডিউলে কোনো প্রভাব পড়বে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে আজ বৃহস্পতিবার পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা এসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, পাকিস্তান বিমান বাহিনীর তড়িৎ এবং সময়োচিত জবাবে বুধবার ভারতের বিমান বাহিনীর চারটি রাফাল ফাইটার জেট পিছু হটে ভারতে ফিরতে বাধ্য হয়েছে। এপিপি জানায়, ২৯/৩০ এপ্রিল রাতে চারটি রাফাল জেট কাশ্মীরের সীমান্তে টহল দেওয়ার সময় পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে।