সিঙ্গাপুরের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পথে ক্ষমতাসীন দল

সিঙ্গাপুরের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পথে রয়েছে ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টি (পিএপি)। এর ফলে প্রধানমন্ত্রী লরেন্স ওং দেশটির জনগণের কাছ থেকে তার অর্থনৈতিক কর্মসূচি এগিয়ে নিতে যে সমর্থন চেয়েছিলেন, সেই লক্ষ্য পূরণ হতে চলেছে। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, ৯৭ আসনের পার্লামেন্টে তার দল ১০টি ছাড়া সবকয়টি আসনে জয়ী হতে চলেছে। খবর এএফপির।
সিঙ্গাপুরের পুনরুজ্জীবিত বিরোধী দলের কাছ থেকে এই প্রথম বড় ধরনের পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন লরেন্স ওং। মার্কিন শুল্কারোপের কারণে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা সমাল দিতে নিজের পরিকল্পনা তুলে ধরে নির্বাচনি প্রচারণায় ভোটারদের প্রতি তাকে সমর্থনের জন্য আহ্বান জানিয়েছিলেন ওং।
ভিন্নমতকে কোণঠাসা করার দায়ে সমালোচিত পিএপি দ্বীপদেশটিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার অন্যতম কারিগর। আর তাই পার্লামেন্টে খুব সহজেই দলটি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে থাকে। তবে গত কয়েক বছর দলে পিএপির একক কর্তৃত্ব ক্রমশ বাড়তে থাকা চ্যালেঞ্জের মুখে পড়ছে।

লরেন্স ওং গত বছর তার পূর্বসূরী লি শিয়েন লুংয়ের কাছ থেকে ক্ষমতা গ্রহণ করেন। সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী লি কুয়ান ইউয়ের ছেলে লি শিয়েন লুং কোভিড অতিমারী সফলভাবে মোকাবিলার জন্য বেশ জনপ্রিয় ছিলেন। ১৯৬৫ সালে মালয়েশিয়া থেকে আলাদা হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী হন লি কুয়ান ইউ।
প্রধানমন্ত্রী লরেন্স ওং তার নির্বাচনি প্রচারণায় দেশবাসীকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্কের বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছিলেন, যদি এই শুল্ক কার্যকর হয় তবে সিঙ্গাপুরকে বাণিজ্য খাতে আরও শক্ত প্রতিযোগিতার মুখে পড়তে হবে। তিনি আরও বলেছিলেন, নতুন করে সৃষ্টি হওয়া চাপের কারণে সিঙ্গাপুরের অর্থনীতিতে বড় ধরনের সংস্কার ও পুনর্গঠনের প্রয়োজন হতে পারে।