ভারতের ‘অপারেশন সিঁদুর’, প্রত্যাঘাতে যে নাম দিলো পাকিস্তান

ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়। এ ঘটনার পর থেকেই পরমাণু শক্তিধর প্রতিবেশী এই দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমশ তীব্র হচ্ছে। ভারত ওই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে, যদিও ইসলামাবাদ বরাবরই তাদের কোনো প্রকার সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছে।
এমন পরিস্থিতিতে স্থানীয় সময় মঙ্গলবার (৬ মে) গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানে সামরিক হামলা শুরু করে।
‘অপারেশন সিঁদুর’ কী, কেন এই নামকরণ?
‘অপারেশন সিঁদুর’ হলো ভারতের দেওয়া একটি সামরিক কোডনেম, যা তারা পাকিস্তানের ওপর ‘নির্ভুল হামলা’ হিসেবে বর্ণনা করেছে। নয়াদিল্লির ভাষ্য অনুযায়ী, গত ২২ এপ্রিল ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীরা ভারতীয় পর্যটকদের ওপর যে হামলা চালিয়েছিল, তারই প্রতিশোধ হিসেবে এই নামে হামলা চালানো হয়েছে।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, এই মিশনের নামকরণ পাকিস্তানের কাছে একটি ‘বার্তা’ বহন করে। সিঁদুর বলতে এখানে বিবাহিত হিন্দু মহিলাদের সিঁথির সিঁদুরকে বোঝায় এবং পেহেলগাম হামলায় নিহত নববিবাহিত পুরুষদের হিন্দুধর্মীয় পরিচয়কে ইঙ্গিত করে।
ইন্ডিয়া টুডে আরও জানিয়েছে, এটি ২২ এপ্রিলের পেহেলগাম হামলার একটি ইঙ্গিত, ‘যেখানে নববিবাহিত পুরুষসহ, তাদের ধর্মের (হিন্দু) কারণে বেশ কয়েকজনকে সন্ত্রাসীরা হত্যা করেছিল’। ফলে অনেক নারীকে বিধবা হতে হয়েছিল।
ভারতীয় সেনা সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘অপারেশন সিঁদুর’ নামে সায় দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই। এই নামেই পেহেলগামে ঘটনার যোগ্য জবাব দেওয়া যাবে বলে সিদ্ধান্ত হয়। পেহেলগামে পর্যটকদের ওপর যেভাবে হামলা হয়েছিল, ‘অপারেশন সিঁদুর’ নামে তার ছায়া রয়েছে।
ভারতীয় বাহিনী জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’-এর অংশ হিসেবে তারা পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের ৯টি স্থানে ‘সন্ত্রাসী অবকাঠামো’ ধ্বংস করেছে।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এই হামলাগুলো বিশেষভাবে সশস্ত্র গোষ্ঠী জইশ-ই-মুহাম্মদ এবং লস্কর-ই-তৈয়বাকে লক্ষ্য করে চালানো হয়েছে। এই উভয় গোষ্ঠীই কাশ্মীরভিত্তিক এবং অঞ্চলটিকে পাকিস্তানের সঙ্গে একীভূত করতে চায়।

ভারতীয় সেনাবাহিনী পৃথকভাবে জানিয়েছে যে, ‘কোনো পাকিস্তানি সামরিক স্থাপনা লক্ষ্য করা হয়নি’। তারা আরও উল্লেখ করেছে, এই হামলার সময় ‘লক্ষ্য নির্বাচন ও কাউকে হত্যার বিষয়ে যথেষ্ট সংযম প্রদর্শন করা হয়েছে’।
অপরদিকে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর প্রত্যাঘাতে পাকিস্তান ভারতের আটটি স্থল লক্ষ্যবস্তুতে আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে। যদিও পাকিস্তানের পক্ষ থেকে এই অভিযানের কোনো আনুষ্ঠানিক নামকরণ করা হয়নি, তবে পাকিস্তানি জনসাধারণের মধ্যে এটিকে ‘অপারেশন সুহাগরাত’ নামে অভিহিত করার জন্য জোরদার আহ্বান জানানো হচ্ছে।