অবৈধভাবে দখলকৃত কাশ্মীর পাকিস্তানকে খালি করতেই হবে : ভারত

পাকিস্তানের অবৈধভাবে দখল করে রাখা জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং সেটি ফিরিয়ে আনার দাবিতে কোনও পরিবর্তন আসেনি বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার (১৩ মে) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবারও স্পষ্টভাবে এ বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। খবর এনডিটিভির।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, “কাশ্মীর নিয়ে ভারতের দীর্ঘদিনের অবস্থান একই আছে। জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল সংক্রান্ত বিষয়গুলির নিষ্পত্তি ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিকভাবে হতে হবে।”
তিনি আরও বলেন, “এখানে আসল বিষয় হলো পাকিস্তানের অবৈধ দখলে থাকা জমি খালি করা — সেটাই ভারতের মূল দাবি এবং এই অবস্থান বদলাবে না।”
এই মন্তব্যের ঠিক একদিন আগেই, ‘অপারেশন সিন্দুর’-এর পরে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীর নিয়ে কঠোর বার্তা দেন। তিনি বলেন, “পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা হতে পারে কেবলমাত্র সন্ত্রাসবাদ ধ্বংস ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীর ফেরত আনার বিষয়ে।”
প্রধানমন্ত্রী বলেন, “সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না... সন্ত্রাস আর বাণিজ্য একসঙ্গে চলতে পারে না... সন্ত্রাস আর পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না।” এটি সিন্ধু জলচুক্তি স্থগিত থাকার প্রসঙ্গে ইঙ্গিত দেয়।
তিনি আরও বলেন, “যদি পাকিস্তানের সঙ্গে আমাদের কোনও দিন কথা হয়, তা হবে শুধু সন্ত্রাস ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীর নিয়ে।”
গত ৪৮ ঘণ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দেন। তিনি বলেন, “আমি আপনাদের দু’জনের (ভারত ও পাকিস্তান) সঙ্গে কাজ করতে প্রস্তুত — যদি হাজার বছরের পুরনো এই সমস্যার সমাধান করা যায়।”
এই প্রস্তাবে পাকিস্তান স্বাগত জানালেও, ভারত কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে।

এমন ঘটনা ২০১৯ সালেও ঘটেছিল। তখন ট্রাম্প বলেছিলেন, প্রধানমন্ত্রী মোদি নাকি নিজে তাকে কাশ্মীর নিয়ে মধ্যস্থতার অনুরোধ করেছিলেন। তখনই ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, “এমন কোনও অনুরোধ করা হয়নি এবং কাশ্মীর সংক্রান্ত যাবতীয় আলোচনাই দ্বিপাক্ষিক হবে।”
এর পরে যুক্তরাষ্ট্রও তাদের অবস্থান বদলে নেয়। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানায়, কাশ্মীর একটি দ্বিপাক্ষিক বিষয়, এটি নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যেই সমাধান হতে হবে। যুক্তরাষ্ট্র কেবল “চাহিদা থাকলে সাহায্য করতে প্রস্তুত।”