ব্রুকলিন ব্রিজে মেক্সিকান নেভি জাহাজের ধাক্কা, নিহত ২

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ঐতিহাসিক ব্রুকলিন ব্রিজে ধাক্কা দিয়েছে মেক্সিকোর নেভির “কুয়াউতেমোক” নামের একটি প্রশিক্ষণ জাহাজ। এ ঘটনায় দুইজন নিহত এবং কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন।
নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামসের বরাত দিয়ে আজ রোববার (১৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
স্থানীয় সময় গতকাল শনিবার (১৭ মে) সন্ধ্যায় বিশাল মাস্ট (পাল তোলার খুঁটি)-বিশিষ্ট জাহাজটি ব্রিজের নিচ দিয়ে পার হাওয়ার সময় এ ঘটনা ঘটে। ভিডিও ফুটেজে দেখা যায়, মাস্টগুলো ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে যায় জাহাজের ডেকে, যেখানে তখন বেশ কয়েকজন নাবিক দাঁড়িয়ে ছিলেন।
নিউ ইয়র্ক পুলিশ এবং কোস্ট গার্ড জানায়, জাহাজে ২৭৭ জন যাত্রী ছিল। তবে দুর্ঘটনার সময় কেউ পানিতে পড়ে যাননি। তবে জাহাজটি কিছু সময়ের জন্য বিদ্যুৎহীন হয়ে পড়ে এবং এরপরই একটি পিলারে ধাক্কা লাগে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেন, “ব্রুকলিন ব্রিজে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।” তিনি আরও জানান, “আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন।”
মেক্সিকান নেভির পক্ষ থেকে বলা হয়েছে, জাহাজটি ১৯৮২ সালে প্রথমবারের মতো যাত্রা করে এবং প্রতি বছর নেভাল মিলিটারি স্কুলের ক্যাডেটদের চূড়ান্ত প্রশিক্ষণের অংশ হিসেবে সমুদ্রযাত্রায় পাঠানো হয়। এবারের ভ্রমণে তারা ৬ এপ্রিল মেক্সিকোর আকাপুলকো বন্দর থেকে রওনা হয়। এর গন্তব্য ছিল আইসল্যান্ড।

নিউ ইয়র্ক পুলিশ বাসিন্দাদের ব্রুকলিন ব্রিজ, সাউথ স্ট্রিট সিপোর্ট (ম্যানহাটন) এবং ডাম্বো (ব্রুকলিন) এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। জরুরি পরিষেবা ও যানজট এড়াতে সতর্কতা জারি করা হয়েছে।
জাহাজটির দৈর্ঘ্য ছিল ২৯৭ ফুট এবং প্রস্থ ছিল ৪০ ফুট।
দুর্ঘটনাটি নিউ ইয়র্কে জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়ালেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয় এবং সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।