গাজায় বড় আকারের স্থল অভিযান শুরু করল ইসরায়েল

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও অন্যান্য দলগুলোর বিরুদ্ধে গাজার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বড় আকারের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
আজ রোববার (১৮ মে) ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত দিন নিয়মিত ও রিজার্ভ বাহিনী 'অপারেশন জিডিওনের’ প্রাথমিক পদক্ষেপের অংশ হিসেবে গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণ জুড়ে একটি বড় আকারের স্থল অভিযান শুরু করেছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, বিমান বাহিনী গাজায় ‘৬৭০টিরও বেশি হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে।
ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা এ পর্যন্ত কয়েক ডজন ‘সন্ত্রাসীকে’ নির্মূল করেছে, ভূপৃষ্ঠের সন্ত্রাসী অবকাঠামোগুলো ধ্বংস করেছে এবং গাজা উপত্যকা জুড়ে হামাসের নিয়ন্ত্রিত এলাকা দখল করেছে।
ইসরায়েল বলছে, তাদের এই তীব্র আকারের অভিযান জিম্মিদের মুক্ত করা এবং হামাসকে পরাজিত করার লক্ষ্যে। তবে গতকাল শনিবার অভিযান শুরুর প্রাথমিক পর্যায়ে ইসরায়েল ও হামাসের মধ্যে কাতারে একটি পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হয়।
এই সামরিক অভিযানের ঘোষণার কয়েক ঘণ্টা আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছিলেন, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে ‘যুদ্ধ বন্ধসহ’ হামাসের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত তেল আবিব।

নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘দোহায় আলোচক দল চুক্তির প্রতিটি সম্ভাবনা খতিয়ে দেখছে - তা উইটকফ (মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ) কাঠামোর অধীনে হোক বা যুদ্ধ শেষ করার অংশ হিসেবেই হোক।’
নেতানিয়াহুর বিবৃতি অনুসারে, এই ধরনের চুক্তিতে ‘সকল জিম্মির মুক্তি, হামাস সন্ত্রাসীদের নির্বাসন ও গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ’ অন্তর্ভুক্ত থাকবে।
তবে একই সময়ে গাজায় ইসরায়েলি বিমান হামলার তীব্রতা বেড়েছে। স্থানীয় সূত্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, রোববার ভোর থেকে চালানো বোমা হামলায় অন্তত ১৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় শিবিরে বোমা হামলায় বহু মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আন্তর্জাতিক মহল গাজার ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গত ২ মার্চ থেকে আরোপিত অবরোধের কারণে উপত্যকায় খাদ্য, পানি ও অন্যান্য জরুরি সরবরাহের তীব্র অভাব দেখা দিয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে।