ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মধ্যপ্রাচ্যের প্রথম দেশ

আনুষ্ঠানিকভাবে ঈদুর আজহার তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ ওমান। দেশটি জানায়, আগামীকাল বুধবার ( ২৮ মে ) থেকে জিলহজ মাসের প্রথম দিন শুরু হবে। এর ফলে দেশটিতে ৬ জুন (শুক্রবার) ঈদুল আজহা উদযাপিত হবে।
আজ মঙ্গলবার (২৭ মে) খালিজ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাই।
মালয়েশিয়ায় কর্তৃপক্ষ জানায়, দেশটিতে চাঁদ দেখা যায়নি। ফলে ২৯ মে (বৃহস্পতিবার) থেকে জিলহজ মাস শুরু হবে। একইসঙ্গে ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন।
ঈদুল আজহা পালনে মালয়েশিয়ার পথ অনুসরণ করেছে ব্রুনাইও। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রুনাইয়ে চাঁদ দেখা যায়নি। যার অর্থ হলো- আগামী বৃহস্পতিবার (২৯ মে) থেকে জিলহজ মাস শুরু হবে। এ হিসেবে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন (শনিবার)।
অন্যদিকে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ জানায়, দেশটিতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।ফলে আগামীকাল বুধবার থেকেই জিলহজ মাস শুরু হবে। এর অর্থ হলো, এই দেশটিতে ৬ জুন (শুক্রবার) ঈদুল আজহা উদযাপিত হবে।