শান্তির জন্য অংশীদারদের সঙ্গে সহযোগিতা বাড়াবে পাকিস্তান

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেছেন, আমরা আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে অংশীদার দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। গত এক সপ্তাহ ধরে পাকিস্তান বিভিন্ন দেশের সঙ্গে তাদের প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে।
আজ শনিবার (২৬ জুলাই) ইসলামাবাদে ‘বন্ধন জোরদার, শান্তি সুরক্ষিত’ থিমের অধীনে আঞ্চলিক প্রতিরক্ষা প্রধানদের একটি সম্মেলন হয়। এতে যুক্তরাষ্ট্র, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা অংশ নিয়েছেন। খবর ডনের।
পাকিস্তানের সেনাপ্রধান মুনির সম্মেলনে আসা প্রতিনিধিদের স্বাগত জানিয়েছেন। তিনি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং ইতিবাচক সম্পর্কের প্রতি পাকিস্তানের দৃঢ় অঙ্গীকারের কথা আবারও তুলে ধরেন। ফিল্ড মার্শাল মুনির বলেন, বর্তমান সময়ে যখন আন্তঃদেশীয় হুমকি এবং জটিল চ্যালেঞ্জ বাড়ছে, তখন সামরিক সহযোগিতা, কৌশলগত আলোচনা এবং পারস্পরিক বিশ্বাস অত্যন্ত জরুরি। পাকিস্তান একটি নিরাপদ ও সমৃদ্ধ আঞ্চলিক পরিবেশ গড়ে তুলতে অংশীদার দেশগুলোর সঙ্গে কাজ করতে পুরোপুরি প্রস্তুত।

সম্মেলনে অংশ নেওয়া কর্মকর্তারা আঞ্চলিক নিরাপত্তার পরিস্থিতি, মধ্য ও দক্ষিণ এশিয়ার পরিবর্তিত নিরাপত্তা ব্যবস্থা এবং যৌথ প্রশিক্ষণ, সন্ত্রাসবাদ-বিরোধী সহযোগিতা ও মানবিক সহায়তার বিষয়ে আলোচনা করেছেন।
পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে, সম্মেলনে অংশগ্রহণকারীরা শান্তি বজায় রাখা, দেশের সার্বভৌমত্বকে সম্মান করা, সন্ত্রাসবাদ, সাইবার নিরাপত্তা ও সহিংস চরমপন্থার মতো সাধারণ নিরাপত্তা হুমকি মোকাবিলায় তাদের অঙ্গীকার আবারও নিশ্চিত করেছেন।

পাকিস্তানের আইএসপিআর আরও জানায়, অংশগ্রহণকারীরা এমন অন্তর্ভুক্তিমূলক এবং দূরদর্শী প্রতিরক্ষা কূটনীতি গড়ে তোলার জন্য পাকিস্তানের নেতৃত্ব, আতিথেয়তা এবং উদ্যোগের প্রশংসা করেছেন।
এর আগে গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে আঞ্চলিক শান্তিতে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছিলেন।