বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়াতে বডিক্যামেরা পাচ্ছে বিএসএফ

ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়ানোর জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পাঁচ হাজারের বেশি বডি-ওয়ার্ন ক্যামেরা দেওয়া হচ্ছে। এই ক্যামেরাগুলো বিএসএফ সদস্যদের শরীরে লাগানো থাকবে। অবৈধ বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর দৃশ্য এবং অপরাধীরা হামলা করলে তার প্রমাণ রেকর্ড করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ রোববার (২৭ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এই খবর জানায়।
নিরাপত্তা বাহিনীর সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ সীমান্তের কিছু নির্বাচিত সীমান্ত চৌকিতে বায়োমেট্রিক যন্ত্রও বসানো হচ্ছে। এই ডিভাইসগুলোতে অবৈধ বাংলাদেশি নাগরিকদের আঙুলের ছাপ ও চোখের আইরিস স্ক্যান নেওয়া যাবে। এই তথ্যগুলো পরে ‘ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসে’ প্রদান করা হবে।
প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার অংশ হিসেবে এই দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রগুলো আরও জানিয়েছে, সম্প্রতি বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি ভালোভাবে পর্যালোচনা করার পর বিএসএফের এই দুটি প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রতিবেদনে বলা হয়, প্রায় ৫ হাজার বডি-ওয়ার্ন ক্যামেরা দুটি ধাপে বিএসএফ সদস্যদের কাছে পাঠানো হচ্ছে। এই ক্যামেরাগুলোতে রাতের বেলায় দেখার সুবিধা (নাইট-ভিশন) আছে। এগুলো একটানা ১২ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত ছবি ও ভিডিও রেকর্ড করতে সক্ষম।