মাইক্রোসফটে রেকর্ড বিনিয়োগ, বাজারমূল্য ৪ ট্রিলিয়ন ডলার ছাড়াল

প্রযুক্তি বিশ্বের জায়ান্ট মাইক্রোসফট তাদের বাজার মূল্যে এক নতুন রেকর্ড গড়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) কোম্পানিটির বাজার মূল্য ৪ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যা এনভিডিয়ার পর দ্বিতীয় প্রকাশ্যে লেনদেন হওয়া কোম্পানি হিসেবে এই বিশাল মাইলফলক ছুঁলো। খবর রয়টার্সের।
মাইক্রোসফট ঘোষণা করেছে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে তারা এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে রেকর্ড ৩০ বিলিয়ন ডলার পুঁজি বিনিয়োগ করবে। গতকাল বুধবার (৩০ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে তাদের ‘আজুর’ ক্লাউড কম্পিউটিং ব্যবসার বিক্রিও অনেক বেড়েছে বলে জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, মাইক্রোসফট এখন ক্লাউড অবকাঠামো এবং বড় প্রতিষ্ঠানগুলোর জন্য এআই সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের গড়ে তুলছে। বিপুল পরিমাণে এআই খাতে বিনিয়োগ করা সত্ত্বেও তারা দারুণ লাভ করছে এবং অনেক নগদ অর্থ আয় করছে।

উল্লেখ্য, ২০১৯ সালের এপ্রিলে ওয়াশিংটন-ভিত্তিক কোম্পানি রেডমন্ড প্রথমবার ১ ট্রিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছিল।
ওপেনএআই-তে বিশাল অঙ্কের বিনিয়োগ মাইক্রোসফটের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। এই বিনিয়োগের ফলে তাদের জনপ্রিয় ‘অফিস সুইট’ এবং ‘আজুর’ সেবাগুলো অত্যাধুনিক এআই প্রযুক্তি দ্বারা আরও শক্তিশালী হয়েছে। চ্যাটজিপিটি ২০২২ সালের শেষের দিকে আসার পর থেকে মাইক্রোসফটের শেয়ারের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে।