১০ হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

গাজা উপত্যকা জুড়ে হামাসের স্থাপনা লক্ষ্য করে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। এক প্রতিবেদনে আইডিএফ দাবি করেছে, তারা উত্তর গাজার দারাজ তুফাহে প্রায় ১০ জন হামাস যোদ্ধাকে হত্যা করেছে। খবর আলজাজিরার।
আইডিএফ টেলিগ্রামে জানিয়েছে, উত্তর গাজায় তাদের সৈন্যরা হামাসের অবকাঠামো ধ্বংস করছে। এছাড়া, বেইত হানুন ও দক্ষিণ গাজায় হামাসের অবকাঠামো ধ্বংস করার পাশাপাশি বেশ কয়েকজন হামাস সদস্যকে নির্মূল করা হয়েছে বলেও তারা দাবি করেছে।
তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি ইসরায়েলি বাহিনী।
এদিকে, গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৮৭ ত্রাণপ্রার্থীসহ কমপক্ষে ১৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৭৭১ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধের সময় গাজায় অনাহারে মৃতের সংখ্যা বেড়ে ১৯৩ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় পাঁচজনের ক্ষুধাজনিত মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজার বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ৬১ হাজার ১৫৮ জন নিহত ও এক লাখ ৫১ হাজার ৪৪২ জন আহত হয়েছেন।
অন্যদিকে, ইসরায়েলে আনুমানিক এক হাজার ১৩৯ জন নিহত ও ২০০ জনেরও বেশি মানুষকে বন্দি করা হয়েছিল।