বইমেলায় তৃপ্তি সাহার ‘জীবনের গান’

অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ প্রকাশিত হয়েছে তৃপ্তি সাহার প্রথম গদ্যের বই ‘জীবনের গান’। বইটি প্রকাশ করেছে চৈতন্য প্রকাশনী। মেলার ২৫০-২৫২ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।
বইটির উপজীব্য মানবতা, বঙ্গবন্ধু, শিক্ষা ও মুক্তিযুদ্ধ। লেখক সরস ভাষায় বর্তমান সময়ের নানা অসংগতিকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। স্মৃতিচারণামূলক লেখায় তিনি তাঁর দেখা অতীত সময়ের সঙ্গে বর্তমানের তুলনা করেছেন। প্রাপ্তি ও অপ্রাপ্তির হিসাব করেছেন। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু তৃপ্তি সাহার আদর্শের জায়গা। এ বইয়ের লেখাগুলো তথ্যবহুল ও সুখপাঠ্য।
তৃপ্তি সাহার জন্ম ১৯৬৫ সালে। তিনি স্থানীয় ও জাতীয় দৈনিকে দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন। নিয়মিত প্রবন্ধ, নিবন্ধ ও স্মৃতিকথা লেখেন। বর্তমানে তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের লাইব্রেরি উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
‘জীবনের গান’ জীবনের বিচিত্র অনুভব নিয়ে পাঠকের কাছে হাজির হয়েছে। বইটির দাম রাখা হয়েছে ২৮০ টাকা।