মৌলি আজাদের ‘বইয়ের পাতা স্বপ্ন বলে’

অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ প্রকাশিত হলো সাহিত্যিক মৌলি আজাদের প্রথম কিশোরগ্রন্থ ‘বইয়ের পাতা স্বপ্ন বলে’। বইটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। মেলার ‘প্যাভিলিয়ন ১’-এ বইটি পাওয়া যাচ্ছে। প্রচ্ছদ করেছেন বিখ্যাত চিত্রকর ধ্রুব এষ।
আজকাল কিশোরদের জন্য লেখা চাট্টিখানি কথা নয়। তাদের হাতে স্মার্টফোন-ট্যাব। গুগল, ইউটিউব সার্চ করে তারা প্রয়োজনীয় সব তথ্যই এক আঙুলের ক্লিকে পেয়ে যাচ্ছে। তার পরেও তারা বইয়ের পাতায় সহজভাবে পড়ার ছলে জানতে চায় বেশ কিছু বিষয়। তাই সমকালীন বিভিন্ন বিষয়, যা নিয়ে কিশোরদের মধ্যে রয়েছে দ্বিধাদ্বন্দ্ব, সে বিষয়গুলো নয়টি গল্পের মাধ্যমে লেখক মৌলি আজাদ তুলে ধরেছেন।
প্রতিটি গল্পের বিষয় একেবারে আলাদা, কিন্তু বর্তমান সময়ের জন্য ভীষণভাবে প্রাসঙ্গিক। একজন যুদ্ধশিশুর একবিংশ শতাব্দীতে এসেও পৃথিবীতে যুদ্ধ হতে দেখলে মনের অবস্থা কী দাঁড়ায়, তা নিয়ে গল্প ‘স্টপ ওয়ার’। মাঝেমধ্যে দেশের ভেতরে থাকা নানা অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠতে চায়। আমাদের কিশোরদের তাদের পথে নেওয়ার জন্য নানান ফাঁদ পাতে, সে বিষয়ে সচেতন হতে হবে কিশোর ও অভিভাবকদের। এ বিষয় নিয়ে গল্প ‘আমরা ঘুরে দাঁড়াব’। এমন নানা গল্পই রয়েছে বইটিতে।
প্রয়াত ভাষাবিজ্ঞানী, প্রথাবিরোধী বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদের মেয়ে মৌলি। তাঁর ‘বইয়ের পাতা স্বপ্ন বলে’ সহজপাঠ্য, কিশোরদের মনোজগতে নাড়া দিতে বাধ্য। বইয়ের মূল্য ১৫০ টাকা।