জাতীয় কবি নজরুলের মৃত্যুবার্ষিকীতে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের শ্রদ্ধা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। আজ বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ‘কবি নজরুল ভাস্কর্য’তে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম বাপন, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রোহান চিশতী, কার্যনির্বাহী সদস্য নওসাদ আল সাইম, আশরাফুল আলম, রিফায়েত আলম রাব্বিসহ শিক্ষানবিশ সদস্যরা।
কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংগঠনটির সভাপতি জিহাদুজ্জামান জিসান বলেন, বিদ্রোহী ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাম সর্বদাই সাম্যের ও ন্যায়ের কথা বলে গেছেন। তাই এখনও তার সাহিত্যকর্ম মানুষের মাঝে বেঁচে আছে। তার কবিতা অধিকার আদায়ের আন্দোলনে স্লোগান হয়ে ওঠে। নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্যরা সর্বদাই এই চেতনায় নিজেদের কলমকে ব্যবহার করবে।
সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেন বলেন, সাম্যের কবি কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্য ও বাংলার ইতিহাসে নজরুলের ভূমিকা অনস্বীকার্য। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলন-সংগ্রামে প্রেরণার অন্যতম নিয়ামক ছিল নজরুলের সাহিত্যকর্ম। তিনি প্রেম, সাম্য, বিদ্রোহের কবি। নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সবসময় নজরুলকে এবং তাঁর সাম্য ও সত্যবাদিতার চেতনাকে ধারণ করে সামনের দিনগুলোতে এগিয়ে যাবে।