মা হচ্ছেন পরিণীতি চোপড়া

পরিণীতি চোপড়া। ছবি : এক্স থেকে নেওয়া
অনেকদিন ধরেই ফিসফাস শোনা যাচ্ছিল—মা হতে চলেছেন পরিণীতি চোপড়া। প্রতিবারই অবশ্য সেই খবর উড়িয়ে দিয়েছেন তিনি। কিন্তু এবার আর আড়াল রইল না।
সম্প্রতি কপিল শর্মার শোয়ে হাজির হয়ে পরিণীতির স্বামী ও ভারতের আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা ইঙ্গিত দিয়েছিলেন, শিগগিরই আসছে সুখবর। তার কিছুদিন পরই এল আনুষ্ঠানিক ঘোষণা।
সোমবার (২৫ আগস্ট) ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের ছবি পোস্ট করেন অভিনেত্রী। কেকের ওপর লেখা ছিল—‘এক যোগ এক সমান তিন’। সঙ্গে পরিণীতির ক্যাপশন, ‘আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে। আমরা কতটা ধন্য, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’
যদিও সন্তান জন্মের তারিখ এখনো জানাননি তিনি। ভক্ত-শুভাকাঙ্খীরা ইতিমধ্যেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন পোস্টের মন্তব্য ঘর।
উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে ঘটা করে বিয়ে করেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা।