জাতীয় কবির প্রয়াণ দিবসে কোটালীপাড়ায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ।
কোটালীপাড়া শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক দিলীপ ভাবুকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক মিজানুর রহমান বুলু, শিল্পকলা একাডেমির শিক্ষক খগেন্দ্রনাথ বাড়ৈ, সজল বালা প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমরা যদি গুণীদের কদর না করি, তাদের স্মরণ না করি তা হলে এ ভূখণ্ডে গুণী মানুষ জন্মাবে না। তাই আমরা ছোট পরিসরে হলেও জাতীয় কবি নজরুল ইসলামের প্রয়াণ দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। আগামীতে এ ধরনের অনুষ্ঠান আরও বড় পরিসরে করার চিন্তা আমাদের রয়েছে।
মো. মাসুম বিল্লাহ আরও বলেন, কবি কাজী নজরুল ইসলাম ছিলেন, প্রেম, ভালোবাসা ও দ্রোহের কবি। তিনি ছিলেন বিদ্রোহী ও মানবতার কবি। তাঁর লেখা কবিতা ও গান নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে। তাঁর আদর্শকে যদি আমরা ধারণ ও লালন করি, তা হলে এ দেশের জাতি ধর্ম বর্ণের মানুষদের মাঝে সম্প্রীতির সৃষ্টি হবে।