নেত্রকোনায় বিএনপিনেতাকে কুপিয়ে হত্যা

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও স্থানীয় ওয়ার্ড বিএনপিনেতা দুজাহান মিয়াকে (৪৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে মৌগাতী ইউনিয়নের জামাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আশরাফ মিয়া নামের একজনও আহত হন।
নিহত দুজাহান জামাটি গ্রামের মইজ উদ্দিনের ছেলে। তার স্ত্রী জসুমা আক্তার বর্তমানে মৌগাতী ইউনিয়ন পরিষদের মেম্বার।
পুলিশ ও নিহতের পরিবারের বরাত দিয়ে জানা যায়, প্রায় দুই বছর আগে একই এলাকার আমজাদ মিয়া দুজাহানের কাছে থেকে জমি বিক্রির কথা বলে ৫ লাখ টাকা নেন। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাতে নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ধারালো দা দিয়ে দুজাহানকে কুপিয়ে রাস্তায় ফেলে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে রাতেই হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই এরশাদ মিয়া বলেন, আমজাদ মিয়া ৫ লাখ টাকা নিয়েছিল। টাকা চাওয়া নিয়ে রাগ করে তারা আমার ভাইকে মেরে ফেলেছে।
নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ্ নেওয়াজ বলেন, দুর্বৃত্তরা দুজাহানকে কুপিয়ে আহত করে রাস্তায় ফেলে গেছে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।