নেত্রকোনায় দুর্বৃত্তদের হামলায় বিএনপিনেতাসহ নিহত ২

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের জামাটি গ্রামে শনিবার (৩০ আগস্ট) রাতে দুই ঘণ্টার ব্যবধানে দুর্বৃত্তদের হামলায় বিএনপিনেতাসহ দুজন নিহত হয়েছেন। এতে আশরাফ মিয়াসহ আরও কয়েকজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- জামাটি গ্রামের মইজ উদ্দিনের ছেলে মৌগাতী ইউনিয়নে সাবেক ইউপি সদস্য ও স্থানীয় ওয়ার্ড বিএনপিনেতা দুজাহান মিয়া (৪৮) ও একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে নুর মোহাম্মদ (৩০)।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দুজাহান মিয়ার সঙ্গে একই এলাকার আমজাদের মধ্যে প্রায় দুই বছর ধরে জমি বিক্রির বিষয়ে বিরোধ চলছিল। শনিবার রাত ৮টার দিকে নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে গ্রামের রাস্তায় দুর্বৃত্তরা ধারালো দা দিয়ে দুজাহানকে এলোপাথারী কুপিয়ে রাস্তায় ফেলে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, শনিবার রাত ১০টার দিকে একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে নুর মোহাম্মদের নেতৃত্বে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা চালানো হয়। এই হামলায় গ্রামের রফিকের বাড়িতে কয়েকজন আহত হন। এ সময় প্রতিপক্ষের হামলায় গুরুতর হলে নুর মোহাম্মদকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ্ নেওয়াজ বলেন, দুর্বৃত্তরা মৌগাতী ইউনিয়নের সাবেক মেম্বার দুজাহান মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করে রাস্তায় ফেলে রাখে। স্থানীয়রা দ্রুত তাকে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজাহানকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, রাত ১০টার দিকে মোহাম্মদ প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উভয় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।