অক্টোবরে হামলা, মামলা ও গ্রেপ্তারের শিকার ২২ সাংবাদিক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/11/02/bfuj-logo.jpg)
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মনিটরিং সেলের তথ্য মতে, গত অক্টোবর মাসে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ১৪ জন সাংবাদিক। এ সময়ে ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন দুজন। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরেছে বিএফইউজের মনিটরিং সেল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানী ঢাকাসহ পৃথক আটটি স্থানে এসব হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচটি ঘটনায় সরকারদলীয় সন্ত্রাসীরা জড়িত বলে আক্রান্ত সাংবাদিকরা অভিযোগ করেছেন। হামলা ছাড়াও এই মাসে ছয় সংবাদকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এরমধ্যে দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে। গ্রেপ্তার হয়েছেন দুই সাংবাদিক। এ ছাড়া জীবননাশের হুমকি ও নাজেহালের মুখে পড়েছেন আরও অন্ত পাঁচ সাংবাদিক।
আগের মাস সেপ্টেম্বরে দেশে সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন ২০ সাংবাদিক। ওই মাসে ছয় সংবাদকর্মীর বিরুদ্ধে মামলা হয়। তার আগে আগস্ট মাসে দেশে সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন ছয় সাংবাদিক। ওই মাসে গণমাধ্যম সংশ্লিষ্ট ২৯ জনের বিরুদ্ধে মামলা হয়। হেনস্থা ও হুমকির সম্মুখীন হন আরও চার সংবাদকর্মী। জুলাই মাসে দেশে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়েছিলেন ছয় সাংবাদিক। ডিজিটাল নিরাপত্তা আইনে ১০ জনসহ বিভিন্ন মামলায় জুলাই মাসে আসামি হয়েছিলেন ১১ সাংবাদিক। ওই মাসে হামলা, হেনস্থা ও হুমকির সম্মুখীন হন আরও সাত সংবাদকর্মী।
বিএফইউজের মনিটরিং সেল দেশের প্রধান প্রধান সংবাদপত্রসহ শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের ওপর নজর রেখে এ তথ্য ও পরিসংখ্যান পেয়েছে। বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহর তত্ত্বাবধানে এ মনিটরিং সেল কাজ করছে। মনিটরিং সেলে রয়েছেন বিএফইউজের সহসভাপতি রাশিদুল ইসলাম (আহ্বায়ক), সহকারী মহাসচিব মো. সহিদ উল্লাহ মিয়াজী (যুগ্ম আহ্বায়ক) ও প্রচার সম্পাদক মাহমুদ হাসান (সদস্য সচিব)।
বিচারহীনতার কারণে সাংবাদিক নির্যাতন অব্যাহত রয়েছে উল্লেখ করে বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন বিবৃতিতে ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে দায়ি ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। অক্টোবর মাসে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাগুলো ঘটেছে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, নওগাঁ ও বগুড়ায়। হামলায় আহত ও লাঞ্ছিত সাংবাদিকদের মধ্যে রয়েছেন বরিশালে দৈনিক দক্ষিণের সময়ের সম্পাদক আলম রায়হান, পত্রিকাটির প্রতিনিধি হাফিজ ও মশিউর, পটুয়াখালীতে যুগান্তরের দশমিনা প্রতিনিধি মো. মামুন তানভীর, নোয়াখালীতে ঢাকা প্রতিদিনের কোম্পানীগঞ্জ প্রতিনিধি নাসির উদ্দিন, নারায়ণগঞ্জের ফতুল্লায় আনন্দ টিভির নারী সাংবাদিক মনি ইসলাম, ঢাকার মিরপুরে পল্লবীতে সাপ্তাহিক নতুন বার্তার সম্পাদক ইউসুফ আহমেদ, দৈনিক বাংলাদেশের আলোর সিনিয়র রিপোর্টার এস এম জহির, বাংলানিউজ২৪ ডটকমের স্টাফ করসপনডেন্ট মিরাজ মাহবুব ইফতি, অনলাইন পোর্টাল জাগো কণ্ঠের ক্যামেরা পারসন মোহাম্মদ আলী, যুগান্তরের গাজীপুর জেলার কাপাসিয়া প্রতিনিধি খোরশেদ আলম খান, নওগাঁয় বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি এবাদুল হক ও বণিক বার্তার প্রতিনিধি আরমান হোসেন রুমন এবং বগুড়ায় প্রত্যাশা প্রতিদিনের শাহজাহানপুর প্রতিনিধি শাহীন।