অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের উপবৃত্তির চেক দিলেন মসিক মেয়র

ময়মনসিংহের অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে নিজ দপ্তরে অনগ্রর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু।
ময়মনসিংহ শহর সমাজসেবা বিভাগের আয়োজনে এ কার্যক্রমের আওতায় সিটি করপোরেশন এলাকায় ২৫ জন শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তির চেক দেওয়া হয়েছে। শিক্ষাজীবন শেষ না হওয়া পর্যন্ত তিন মাস পরপর শিক্ষার্থীরা এই উপবৃত্তির টাকা পাবে।
চেক বিতরণকালে মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক উদ্যোগ গ্রহণ করেছেন। বছরের প্রথম দিন বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, নারীদের বিনা বেতনে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অধ্যয়নের সুযোগ, মেধাবীদের বৃত্তি প্রদান ইত্যদি উদ্যোগে দেশের শিক্ষা খাতের অর্জন আজ সর্বত্র প্রশংসিত।’
শিক্ষার্থীদের উদ্দেশে মেয়র বলেন, ‘এ উপবৃত্তির মাধ্যমে এটা প্রমাণিত সরকার তোমাদের সঙ্গে আছে। তবে সব উদ্যোগ তখনই সফল হবে যখন তোমরা উপবৃত্তির টাকায় সুশিক্ষিত ও সফল সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।’
মেয়র আরো বলেন, ‘মসিক তার এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে। যার ফলাফল আজ দৃশ্যমান। এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
এ সময় মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা লুৎফুন নাহার, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, সমাজকল্যাণ কর্মকর্তা উম্মে হালিমা, শহর সমাজসেবা কর্মকর্তা শামীমা নাসরিন প্রমুখ উপস্থিত ছিলেন।