মশা নিয়ন্ত্রণে মাছ ও ব্যাঙ ছাড়লেন মসিক মেয়র

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) এলাকায় মশা নিয়ন্ত্রণে মাছ ও দেশীয় প্রজাতির ব্যাঙ অবমুক্ত করেছেন মেয়র ইকরামুল হক টিটু।
আজ মঙ্গলবার দুপুরের দিকে শহরের হরিকিশোর রায় রোড এলাকার নর্দমায় বিভিন্ন প্রজাতির দেশীয় ব্যাঙ ও মাছ ছাড়ার মধ্যে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন মসিক মেয়র।
মশার উৎপত্তিস্থল শহরের ড্রেনে অবমুক্ত করা ব্যাঙ ও মাছ মশার লার্ভা খেয়ে ফেলবে এবং মশা নিয়ন্ত্রণে আসবে দাবি করে মসিক মেয়র ইকরামুল হক টিটু বলেন, ‘গত বছর থেকেই এই কর্মসূচি শুরু করা হয়েছে। সে সময় সিটির উন্মুক্ত ড্রেনে মশাখেকো মাছ অবমুক্ত করা হয়। পাশাপাশি মশা নিধনে জৈবিক প্রক্রিয়া ব্যবহারের বিষয়ে বিশেষজ্ঞদের সুপারিশ ছিল। তাই এ বছরে আবার নতুন করে সেই কর্মসূচিকে বেগবান করা হচ্ছে। নগরীর বিভিন্ন পয়েন্টে মশার লার্ভাকে ধ্বংস করে এমন ব্যাঙ উন্মুক্ত করা হলো আজ। যেসব জলাধারের কিছুটা গভীরতা পাওয়া যাবে সেখানে মশার লার্ভাখেকো মাছ ও ব্যাঙ ছাড়া হবে।’
‘এছাড়া যেসব জলাশয়ে হাঁসচাষের সুযোগ রয়েছে সেখানে মশা নিধনে হাঁস চাষের কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে নগরবাসীকেও এগিয়ে আসতে হবে।’-যোগ করেন মসিক মেয়র।
এ সময় মসিকের প্রধান নির্বাহী মোহাম্মদ আনোয়ার হোসেন, প্যানেল মেয়র আসিফ হোসেন ডন, লাকী আক্তার ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারসহ মসিকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।