অন্ধকার মাঠে যুবককে পিটিয়ে হত্যা
নরসিংদী শহরের পাতিলবাড়ি এলাকায় এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শহরের বালুর মাঠে গতকাল রোববার রাত ৯টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত যুবকের নাম মন্টি দত্ত (৩৫)। তিনি উত্তর কান্দাপাড়ার স্বর্ণ ব্যবসায়ী নিরঞ্জন দত্তের ছেলে।
পুলিশ জানিয়েছে, পাতিলবাড়ি সংলগ্ন বালুর মাঠে একাধিক মাদকাসক্ত যুবক প্রতিদিনই সন্ধ্যার পর আড্ডা দেন। গতকাল রোববার সন্ধ্যায়ও অন্ধকারের মধ্যে আড্ডা দেন তাঁরা। এর মধ্যে কোনো কারণে মন্টি দত্ত নামের এক যুবককে এলোপাতাড়ি লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এক পর্যায়ে তাঁর চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে অন্যরা পালিয়ে যান।
এরপর মন্টিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা জানা যায়নি।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, এ ঘটনায় অভিযান চলছে। জড়িতদের গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডের কারণ বেরিয়ে আসবে। নিহত মন্টির স্বজনেরা এলে মামলা নেওয়া হবে বলেও জানান ওসি।