অসহায়দের ঈদসামগ্রী বিতরণের মাধ্যমে খুলনা সোসাইটির পথচলা শুরু

অসহায় ও দুস্থদের মধ্যে ঈদসামগ্রী বিতরণের মধ্য দিয়ে পথচলা শুরু করেছে নবগঠিত সামাজিক সংগঠন খুলনা সোসাইটি। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সংগঠনটি। পথচলার প্রথম দিনই এ সংগঠনের সদস্যরা ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মধ্যে সেমাই, চিনি, দুধ, কিশমিশ, বাদামসহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন।
খুলনা সোসাইটির নবগঠিত কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন ড. সৈয়দ হাফিজুর রহমান, অ্যাডভোকেট শাহনেওয়াজ বাবুল, আবু তৈয়ব মুন্সী ও আজিজুল হাসান দুলু। চিফ ট্রেইনার হিসেবে রয়েছেন মো. মাহাবুব আলম। সংগঠনের চেয়ারম্যান মনোনীত হয়েছেন এস এম সোহেল ইসহাক।
এ ছাড়া কো-চেয়ারম্যান হিসেবে রয়েছেন আজগর বিশ্বাস তারা, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সেলিনা পিয়া, মো. আবদুস সালাম শিমুল ও আতাউর রহমান শিকদার রাজু। মহাসচিব মনোনীত হয়েছেন ফারহানা চৌধুরী কনিকা। যুগ্ম মহাসচিব হলেন ময়েজ উদ্দিন চুন্নু, সাইফুর রহমান সুজন, ওয়াহিদ জামান ও ইঞ্জিনিয়ার মিজানুর রহমান।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হলেন সারিকা জামান রুনা, জি এম শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার সাব্বির হোসেন ও শেখ সাদিকুর রশিদ অভি। কোষাধ্যক্ষ হলেন কাজী আইনুল মুন, মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক ইসরাত আমিন শাবানা, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক তাসরিনা বেগম, সমাজকল্যাণ সম্পাদক ডা. প্রদীপ দেবনাথ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. দেবাশীষ সরকার, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মেহেদী হাসান, প্রচার সম্পাদক আবদুল জলিল সাগর, দপ্তর সম্পাদক মো. জয়নাল ফরাজী, সহদপ্তর সম্পাদক শেখ সুমনা আহমেদ, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জামিলা আকতার, সংস্কৃতিবিষয়ক সম্পাদক গোপাল কর্মকার, যুব ও ক্রীড়া সম্পাদক কাজী মাহফুজুর রহমান, পরিকল্পনাবিষয়ক সম্পাদক এস এম মিশকাতুল ইসলাম, পরিবেশবিষয়ক সম্পাদক মো. মাসুদ রানা, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার হাসিবুর রহমান ইমন, মানকল্যাণ সম্পাদক ডা. মো. নজরুল ইসলাম।
এ ছাড়া কমিটির সদস্যরা হলেন বেগ রফিকুল ইসলাম, অধ্যাপক আহমেদুল কবির চাইনিজ, রফিকুল ইসলাম পিটু, মো. নুর ইসলাম, ডা. বিষ্ণুপদ সাহা, ডা. চয়ন বিশ্বাস, সাজিনা ইসলাম, ইমরুল কায়েস জুয়েল ও মো. তারেক হাসান।