অস্ত্র ঠেকিয়ে বাবার কাছে পেনসনের টাকা আদায়, ছেলে গ্রেপ্তার

খুলনার শিক্ষক বাবা মো. মহিউদ্দিনকে অস্ত্রের মুখে জিম্মি করে অবসরকালীন ভাতার সমস্ত অর্থ হাতিয়ে নিয়েছে একমাত্র ছেলে এস এম মুরসালিন আল মামুন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনায় বাবার মামলার পর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এস এম মহিউদ্দিন নগরীর টুটপাড়া সরকারপাড়ার বাসিন্দা এবং খুলনার সরকারি মডেল স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) হাসান আল মামুন বলেন, ‘একজন প্রাক্তন শিক্ষকের ছেলে বাবা-মাকে অস্ত্রের মুখে জিম্মি করে ১১ লাখ টাকা আদায় এবং জোর করে সম্পত্তি লিখে নেওয়ার চেষ্টার অভিযোগে ছেলে মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। খুন নিরীহ ধরনের ভদ্রলোক ওই শিক্ষক। তাঁর একমাত্র ছেলেই ওই মামুন। এটা খুবই দুঃখজনক।’
অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের আইনজীবী অ্যাডভোকেট ফরিদ আহমেদ জানান, ঘটনাটি সমাজিক অবক্ষয়ের একটি ক্ষুদ্র চিত্র। অস্ত্রের মুখে পেনশনের টাকা চেকবইতে স্বাক্ষর করে নেওয়ার পর জমিজমা লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল, তাই বাবা অসহায় এবং বাধ্য হয়ে মামলা করেছেন। তিনি ধারণা করছেন তাঁর একমাত্র ছেলে মনে হয় মাদকাসক্ত হয়ে পড়েছে।