অস্ত্র মামলায় জঙ্গি সোহেল রানার ১৭ বছরের কারাদণ্ড
রাজধানীর বিমানবন্দর থেকে গ্রেপ্তার জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য সোহেল রানাকে অস্ত্র ও গুলি উদ্ধারের মামলায় ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকার মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৫ এর বিচারক মাকছুদা পারভীন এই রায় ঘোষণা করেন।
বিচারক অস্ত্র উদ্ধারের ঘটনায় ১০ বছর এবং গুলি উদ্ধারের ঘটনায় সোহেল রানাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে দুই ধারার সাজা একসঙ্গে চলবে। সেক্ষেত্রে তার ১০ বছর কারাভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করেন বিচারক।
নথি থেকে জানা গেছে, ২০১৬ সালের ১৬ জুন বিমানবন্দর এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এরপর তার বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
সেই অভিযোগপত্র দাখিলের পর আসামি সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিচারক। মামলার বিচার চলাকালীন ১০ সাক্ষীর মধ্যে সাতজন সাক্ষ্য দিয়েছেন।