আগামীকাল ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করবে ছাত্রলীগ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করবে বাংলাদেশ ছাত্রলীগ।
আজ বুধবার ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উদযাপন করবে বাংলাদেশ ছাত্রলীগ। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ মহান মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়ন ও সমৃদ্ধির পক্ষে ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে নৌকা প্রতীকে গণরায় প্রদান করে। স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধী, ১৫ আগস্ট, জেলহত্যা ও ২১ আগস্টের খুনি এবং সন্ত্রাস-জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক অপশক্তিকে সরাসরি প্রত্যাখ্যান করে দেশের জনগণ।’
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের ইতিহাসে একটি বিজয়ের মাইলফলক। এই নির্বাচনের মধ্য দিয়ে অশুভ শক্তি, দুর্নীতি-সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের আস্ফালন আর সহিংস রাজনীতির অন্ধকার ছায়া কাটিয়ে গণতন্ত্রের নবতর অভিযাত্রায় অগ্রসর হয় বাংলাদেশ। গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আগামীকাল ৩০ ডিসেম্বর, বৃহস্পতিবার আনন্দ র্যালির আয়োজন করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় এই কর্মসূচির সঙ্গে সারা দেশে ছাত্রলীগের সব ইউনিটকে (জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ, উপজেলা ও থানা) স্বাস্থ্যবিধি মেনে গণতন্ত্রের বিজয় দিবসের যথাযথ কর্মসূচি পালন করার নির্দেশ দেওয়া হয়।