পরীক্ষা দিতে এসে আটক ছাত্রলীগনেতা মাসুদ কারাগারে
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) মাস্টার্সের সেমিস্টার পরীক্ষায় অংশ নিতে এসে আটক হওয়া ছাত্রলীগনেতা মো. মাসুদ রানাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৬ মে) দুপুরে নাশকতার মামলায় মেলান্দহ থানার পুলিশ তাকে নাশকতার মামলায় আদালতে পাঠায়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল সোমবার বিকেলে সমাজকর্ম বিভাগের পরীক্ষায় অংশ নেওয়ার পর বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাকে মেলান্দহ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
আটক করা ছাত্রলীগনেতা মো. মাসুদ রানা (২৬) সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় হল শাখার সহসভাপতি। তার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, মাসুদ রানা ক্যাম্পাসে নিয়মিত উপস্থিত না থাকলেও তার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাওয়া বিশ্ববিদ্যালয়ের নিয়মবহির্ভূত। যেখানে সাধারণ শিক্ষার্থীদের ৬০ শতাংশের কম উপস্থিতি থাকলে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয় না, সেখানে মাসুদের ক্ষেত্রে ব্যতিক্রম কেন—তা নিয়ে প্রশ্ন তোলেন তারা।
এ বিষয়ে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অলিউল্লাহ চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত ছাত্রদের পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের ফল বাতিল হবে। মাসুদের ক্লাসে উপস্থিতি কম ছিল, তবে কিছু শিক্ষার্থীকে বিশেষ বিবেচনায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা পরীক্ষা দিতে না দেওয়ায় তাকে একটি অটোবাইকে উঠিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা বাইক থামিয়ে তাকে আটক করে এবং পুলিশের কাছে সোপর্দ করে। পরবর্তীতে তার সহপাঠীরা তাকে ছাড়িয়ে আনার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান।’
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘আটক ছাত্রলীগনেতা মাসুদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও নাশকতার অভিযোগ রয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছিল। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’