আতিকুলের প্রচারে স্বজনরা

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামের পক্ষে প্রচারে নেমেছেন তাঁর ভাই-বোনেরা। আজ রাজধানীর গুলশানে কাচাঁবাজার এলাকা আতিকের পরিবারের সদস্যরা প্রচার চালান।
আতিকুল ইসলামের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে ভোটারদের উদ্দেশে তাঁর বোন হলিমা নাহার বলেন, ‘আতিকুল একজন ভালো মানুষ। গত নয় মাস তিনি দায়িত্বে ছিলেন। এ সময়ের মধ্যে তিনি একদিনও বসে থাকেননি। নগরবাসীর জন্য কাজ করেছেন। আপনারা তাঁকে আবারও সুযোগ দিন। তিনি ঢাকার পরিবর্তনের জন্য কাজ করবেন।’

আরেক বোন আমেনা নাহার বলেন, ‘আমার ভাইটি ছোট থেকেই পরোপকারী। ছোটবেলা থেকেই সংগঠন করত। এলাকার ছেলেদের নিয়ে সামাজিক কার্যক্রমে নিজেকে সবসময় নিয়োজিত রাখত। আপনারা তাঁকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেন, আমি আপনাদেরকে বলতে পারি সে আপনাদের ভোটের মান রাখবে।’

প্রচারে অংশ নেন আতিকুল ইসলামের বড় ভাই সাবেক সেনা কর্মকর্তা আমিনুল ইসলাম ও তার বোন জামাই কামাল হায়দার ভাগনে তানভির সিদ্দীকী প্রমুখ।