আমরণ অনশনে বসে অসুস্থ পাটকল শ্রমিকের মৃত্যু

খুলনায় পাটকল শ্রমিকদের আমরণ অনশনে অংশ নেওয়া প্লাটিনাম জুটমিলের শ্রমিক আব্দুস সাত্তার (৫৫) মারা গেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) তিনি মারা যান।
রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের আহ্বায়ক সরদার আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্লাটিনাম জুটমিলের তাঁত বিভাগের শ্রমিক আব্দুস সাত্তার অনশনরত অবস্থায় আজ সকালে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি সন্ধ্যায় মারা যান।’
প্লাটিনাম জুটমিলের সিবিএর সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খান বলেন, ‘অনশনে অসুস্থ হলে আব্দুস সাত্তারকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’
এ ব্যাপারে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বশীল কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। তবে মেডিসিন বিভাগ সূত্রে বলা হয়েছে, শ্রমিক আব্দুস সাত্তার অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে খালিশপুরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে তাঁর মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে মৃত্যুসনদ দিয়েছে।
এদিকে অনশনরত শ্রমিকদের মধ্যে এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়।
গত মঙ্গলবার থেকে মজুরি কমিশন বাস্তবায়সহ ১১ দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের শ্রমিকরা। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে তাঁরা এ অনশন কর্মসূচি পালন করছেন।
এদিকে আজ রাতে তথ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানান, ‘আজ খালিশপুর এলাকার এক ব্যক্তি অসুস্থ অবস্থায় খালিশপুর ক্লিনিকে ভর্তি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অসুস্থ ব্যক্তিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেছেন।’
এ ব্যাপারে কোনো প্রকার গুজবে কান না দেওয়ার জন্য জনসাধারণকে অনুরোধ করা হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।