আমাদের পক্ষে আছে জনগণ ও জনগণের দোয়া : তাবিথ

ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, ‘আমাদের বিপক্ষে স্বৈরাচার আছে, কালো টাকা আছে, পেশি শক্তি আছে। আমাদের পক্ষে আছে জনগণ, আছে জনগণের দোয়া।’
আজ শনিবার বিকেলে মিরপুর ১৪ নম্বর মোড়ে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তাবিথ আউয়াল। এ সময় ২০ দলীয় জোটের শরিক এলডিপি একাংশের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সেলিম ধানের শীষের পক্ষে কাজ করার জন্য জোটের সবাইকে আহ্বান জানান।
তাবিথ আউয়াল বলেন, ‘১ ফেব্রুয়ারি ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। জনগণ আমাদের পক্ষে আছে। জনগণের দোয়া ও শক্তি নিয়ে আগামী ১ ফেব্রুয়ারি আমরা ভোটের লড়াইয়ে মাঠে নামব।’
বিএনপির এই প্রার্থী বলেন, ‘সময় কাছে চলে এসেছে, আমাদের যে প্রত্যাশা ছিল তা জোরেশোরে সরকারকে জানিয়ে দিতে হবে।’ তিনি বলেন, ‘আগামী ১ ফেব্রুয়ারি আপনারা রায় দেবেন। আমরা গনতন্ত্র প্রতিষ্ঠা করব। আপনারা ভোটাধিকার ফেরত পাবেন।’ তিনি বলেন, ‘আগামী ১ ফেব্রুয়ারি আমরা বলব খালেদা জিয়াকে আর কারাগারে থাকতে দেব না।’