আমু ও তাঁর মেয়েকে নিয়ে আপত্তিকর মন্তব্যে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৪ দলের মুখপাত্র সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও তাঁর মেয়েকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে জেলা ছাত্রলীগ নেতা শেখ মোহাম্মদ রাব্বীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গতকাল রোববার রাতে শহরের সাধনার মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শেখ মোহাম্মদ রাব্বী ঝালকাঠি জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, রাব্বী তাঁর নিজ ফেসবুক আইডি থেকে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু ও তাঁর মেয়ে সম্পর্কে গত ৫ ডিসেম্বর রাতে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করে ফেসবুকে প্রচার করেন। বিষয়টি ঝালকাঠি সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী দেখতে পেয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আ স ম মোস্তাফিজুর রহমান মনুকে জানান। গতকাল রোববার রাতে আ স ম মোস্তাফিজুর রহমান মনু ঝালকাঠি সদর থানায় রাব্বিকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। মামলার কিছুক্ষণ পর রাত ৯টার দিকে শহরের সাধনার মোড় থেকে রাব্বীকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ সোমবার দুপুরে সাতদিনের রিমান্ড চেয়ে শেখ রাব্বীকে আদালতে সোপর্দ করে পুলিশ। বিকেল ৩টায় শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ এইচ এম ইমরানুর রহমান আগামীকাল মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করে রাব্বীকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
শেখ রাব্বীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁর ছবি ও নাম ব্যবহার করে অন্য কেউ ফেসবুক আইডি খুলে তাঁকে বিপদে ফেলেছে। এ বিষয়ে থানায় জিডি করতে গেলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।