বিয়ের পরদিনই টাকা-স্বর্ণালংকার নিয়ে উধাও নববধূ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিয়ের পরদিনই স্বামীর বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছেন এক নববধূ ও তার সঙ্গে থাকা আপন খালাতো বোন। এ ঘটনায় গতকাল শুক্রবার (১৬ মে) আদিতমারী থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী স্বামী হোসেন আলী।
অভিযুক্ত নববধূর নাম রুমানা খাতুন (২৯)। তিনি একই উপজেলার সাপ্টিবাড়ি এলাকার বাসিন্দা। ভুক্তভোগী হোসেন আলী আদিতমারীর তালুক পলাশী গ্রামের বাসিন্দা।
লিখিত অভিযোগে হোসেন আলী জানান, এক বছর আগে তার প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এরপর দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। গত ১৪ মে ঘটক জোবাইদুল ইসলাম ও রবিউল ইসলাম তাকে পাত্রী দেখানোর জন্য লালমনিরহাট শহরে নিয়ে যান। সেখানে স্বামী পরিত্যক্তা রুমানাকে দেখানো হয়। পছন্দ হলে সেদিনই এক লাখ টাকা দেনমোহরে কাজি আমজাদ হোসেন সরকারের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের রাতে রুমানাকে নিয়ে বাড়ি ফেরেন হোসেন আলী। কিন্তু পরদিন সকালে নববধূ রুমানা বাবার অসুস্থতার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান। সঙ্গে নিয়ে যান ঘরে থাকা তামাক বিক্রির ১ লাখ ৩০ হাজার টাকা এবং স্বর্ণালংকার। সন্ধ্যা পর্যন্ত না ফেরায় এবং মোবাইলফোন বন্ধ থাকায় সন্দেহ হয় হোসেন আলীর।
এ ঘটনায় হোসেন আলী রুমানা খাতুন, ঘটক জোবাইদুল ইসলাম, রবিউল ইসলাম এবং কাজি আমজাদ হোসেন সরকারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এই বিষয়ে কথা বলার জন্য একাধিকবার কল করেও রুমানা ও ঘটক জোবাইদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্থানীয়দের দাবি, রুমানাসহ অভিযুক্তরা একটি প্রতারক চক্রের সদস্য। তারা তরুণদের টার্গেট করে বিয়ের মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করে থাকে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, এটি প্রতারণা ও চুরি চক্রের নতুন কোনো কৌশল হতে পারে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।