আশুলিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে কথিত কবিরাজ গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় নয় বছরের শিশুকে চকলেট কিনে দেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগে কামাল হোসেন ওরফে অষ্ট কামাল (৫৫) নামের এক কথিত কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকা থেকে আজ রোববার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক আল-মামুন কবির জানান, কামাল চাঁদপুরের মতলব থানার পাটন প্রধানবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি একজন ভণ্ড কবিরাজ। তিনি গাইনির চিকিৎসা দেওয়ার জন্য ওই এলাকায় আয়ুর্বেদিক ওষুধ নিয়ে একটি ফার্মেসি খুলেছিলেন।
পুলিশ জানায়, ভুক্তভোগী ওই শিশু মা-বাবার সঙ্গে আশুলিয়ায় বসবাস করতো। গত ১০ সেপ্টেম্বর সন্তানকে বাসায় রেখে প্রতিদিনের মতো কারখানায় কাজে যান শিশুটির মা-বাবা। এর মধ্যে কামাল হোসেন নামের ওই ব্যক্তি চকলেট কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে তাঁর কথিত ফার্মেসিতে নিয়ে ধর্ষণ করেন।
ঘটনাটি জানাজানি হলে ওই কবিরাজ আত্মগোপনে যান। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা হলে আসামিকে গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। পরে আজ সকালে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আল-মামুন কবির বলেন, ‘আসামি ঘনঘন স্থান পরিবর্তন করছিলেন। অবশেষে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।’