আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৩ জন খালাস
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং তিনজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ শনিবার (১৭ মে) ১২তম কার্যদিবসে এ রায় ঘোষণা করা হয়।
মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসান সকাল সাড়ে ৯টার দিকে মাত্র তিন মিনিটের মধ্যে রায় পড়ে শোনান।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন হিটু শেখ। খালাসপ্রাপ্ত তিন আসামি হলেন-হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম এবং তার দুই ছেলে সজিব ও রাতুল। আদালত চত্বরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ।
অভিযুক্ত হিটু শেখ ইতিপূর্বে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নিজের দোষ স্বীকার করলেও গত ২৩ এপ্রিল চার্জ গঠনের দিন আদালতে সকল আসামি নিজেদেরকে নির্দোষ দাবি করায় লিগ্যাল এইডের মাধ্যমে তাদের পক্ষে সোহেল আহমেদকে আইনজীবী নিয়োগ দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন পরামর্শ অ্যাডভোকেট এহসানুল হক সামাজী এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিশেষ পিপি মনিরুল ইসলাম মুকুল রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে রায়ের কপি হাতে পেলে বেকসুর খালাস পাওয়া ৩ আসামির বিরুদ্ধে আপিল করা হবে। মামলার বাদি আছিয়ার মা আয়েশা খাতুন রায়ে পুরোপুরি সন্তুষ্ট নন।
৮ বছরের শিশু আছিয়া গত ৬ মার্চ মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বড় বোনের বাড়িতে বেড়াতে এসে বোনের শ্বশুর হিটু শেখের দ্বারা ধর্ষণের শিকার হয়। ৯ মার্চ আছিয়ার মা আয়েশা খাতুন মাগুরা সদর থানায় মামলা করলে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।
গুরুতর অবস্থায় আছিয়াকে প্রথমে মাগুরা সদর হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সবশেষে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ তার মৃত্যু হয়।