আসামিকে আদালতে হাজির না করায় জেল সুপারকে শোকজ

নারায়ণগঞ্জের সাত খুন মামলায় মৃত্যুদণ্ডের প্রধান আসামি নূর হোসেনের অপর একটি মামলায় আদালতে হাজির না করায় জেল সুপারকে কারণ দর্শাতে বলেছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে কারণ দর্শানোর নির্দেশ দেন। একইসঙ্গে আগামী ৪ আগস্ট জেল সুপারকে স্বশরীরে উপস্থিত থেকে জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।
আদালতসূত্রে জানা যায়, অস্ত্র মামলার আজ রায়ের দিন ছিল। একইসঙ্গে মাদক ও চাঁদাবাজি দুটি মামলায় নূর হোসেনসহ তাঁর সহযোগিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল।
আরও জানা যায়, রায় প্রস্তুত ছিল এবং সাক্ষীরাও আদালতে উপস্থিত ছিলেন। কিন্তু, নূর হোসেন আদালতে উপস্থিত না থাকায় মামলার কোনো কার্যক্রমই চলেনি আদালতে। উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য না দিয়েই ফিরতে হয়েছে।
এজন্য আদালতে আসামির হাজির না হওয়া ও আদালতকে অবগত না করায় নারায়ণগঞ্জ জেল সুপারের প্রতি ক্ষোভ প্রকাশ করে তাঁকে শোকজ করেন এবং আগামী ৪ আগস্ট জেল সুপারকে স্বশরীরে উপস্থিত থেকে জবাব দেওয়ার জন্য বলা হয়। তাঁর বিরুদ্ধে অর্ডারসিট আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন আদালত।
জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. সালাহ উদ্দীন সুইট বলেন, ‘মামলাটির গুরুত্বপূর্ণ আসামি নূর হোসেন। ঢাকা স্পেশাল কোর্টে অন্য মামলায় হাজির থাকার কারণে নারায়ণগঞ্জ আদালতে তাকে উপস্থিত করা হয়নি। নূর হোসেন আদালতে উপস্থিত থাকতে পারবেন না কিংবা তাকে আদালতে আনা হবে না—এই বিষয়টি আদালতকে অবগত না করায় জেল সুপারের প্রতি ক্ষুব্দ হয়ে শোকজ করেন এবং আগামী ৪ আগস্ট তাকে স্বশরীরে উপস্থিত হয়ে জবাব দেওয়ার নির্দেশ দেন আদালত।’