একাধিক মামলার আসামি নুরুদ্দিন সহযোগীসহ গ্রেপ্তার

ময়মনসিংহের র্যাব ১৪-এর একটি আভিযানিকদল কুমিল্লা সদর থানা এলাকার বউবাজার থেকে নুরুদ্দিন আকন্দ ও তার সহযোগী সোহেল ওরফে পাইপ সোহেলকে গ্রেপ্তার করেছে। ছবি : এনটিভি
ময়মনসিংহের র্যাব ১৪-এর একটি আভিযানিকদল কুমিল্লা সদর থানা এলাকার বউবাজার থেকে নুরুদ্দিন আকন্দ ও তার সহযোগী সোহেল ওরফে পাইপ সোহেলকে গ্রেপ্তার করেছে।
এ সময় তাদের দেওয়া তথ্যমতে দুটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, একটি দেশীয় তৈরি পিস্তল সদৃশ্য অস্ত্র, ছয় রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
গতকাল বুধবার দিনগত রাতে এই অভিযান পরিচালিত হয়। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় তাদের বিরুদ্ধে একাধিক অস্ত্র আইনেসহ সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক খুনের মামলা রয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) ১৪-এ কর্মরত মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইনের পাঠানো এক ই-মেইল বার্তায় এই খবর জানানো হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।