এবার পাটকল শ্রমিকের পায়ুপথে হাওয়া, গুরুতর অসুস্থ

খুলনায় পায়ুপথে হাওয়া দেওয়ায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের ব্ছিানায় কাতরাচ্ছেন ভুক্তভোগী পাটকল শ্রমিক আশরাফুল। ছবি : এনটিভি
খুলনার দিঘলিয়া উপজেলায় আশরাফুল আলী (২২) নামের এক পাটকল শ্রমিকের পায়ুপথে ময়লা পরিষ্কার করার মেশিন দিয়ে হাওয়া দিয়েছে সহকর্মীরা। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই যুবক। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সাগর জুটমিলে এ ঘটনা ঘটে।
অসুস্থ আশরাফুল ওই জুটমিলের শ্রমিক এবং স্থানীয় সেনহাটি এলাকার রবিউল ইসলামের ছেলে।
আহত শ্রমিকের চাচা মাসুদ শেখ গণমাধ্যমকে বলেন, নিজের কাজ শেষে মিলের মধ্যে ঘুমিয়ে ছিলেন আশরাফুল। এ সময় মিলের শ্রমিক নাজমুলসহ আরো কয়েকজন তাঁর হাত-পা চেপে ধরে পাটকলের ময়লা পরিষ্কার করার মেশিনের নল মলদ্বার ঢুকিয়ে হাওয়া দেয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আশরাফুল। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর তাঁর মলদ্বারে অপারেশন করা হয়েছে।
এর আগে ২০১৫ সালের ৩ আগস্ট খুলনার টুটপাড়া এলাকায় রাকিব নামের এক শিশুকে পায়ুপথে হাওয়া দিলে তাঁর মৃত্যু হয়।