এসএসসিতে রাজশাহী শিক্ষাবোর্ডে প্রথম ঈশ্বরদীর নাফিস

ঈশ্বরদীর নাফিস উদ্দীন ফুয়াদ (রোহান) এবার এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডে সর্বোচ্চ নম্বর ১২৭৪ পেয়ে মেধা তালিকায় প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে। নাফিস ঈশ্বরদী ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। সে উপজেলার সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের মো. মাসুম এবং মোছা. আঞ্জুমান খাতুনের ছেলে।
প্রতিবেশীরা জানায়, নাফিসের মায়ের কঠোর পরিশ্রম ও প্রচেষ্টা এবং মসজিদের ইমাম বাবা মাসুমের চেষ্টার ফলে শিক্ষাজীবনের শুরু থেকেই কৃতিত্বের ধারাবাহিকতা ধরে রেখেছে নাফিস রোহান। অনেক পরিশ্রমের ফলে মা ও বাবার কষ্টকে সার্থক করে তুলেছে নাফিস রোহান। পরিবারের মতো নাফিসকে নিয়ে আজ গর্বিত এলাকাবাসীও।
ঈশ্বরদী ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসানুজ্জামান বলেন, ‘এসএসসি পরীক্ষায় মোট ১৩০০ নম্বরের মধ্যে নাফিস ১২৭৪ পেয়ে রাজশাহী শিক্ষাবোর্ডের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। বিভিন্ন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজসহ নামি-দামি স্কুলের পরীক্ষার্থীদের পেছনে ফেলেছে নাফিস।’ তিনি আরো বলেন, ‘নাফিসের এই কৃতিত্বপূর্ণ ফলাফল বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে। সে আমাদের সবার গর্ব।’
সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতলেবুর রহমান মিনহাজ বলেন, ‘আমার ইউনিয়নের একজন ছাত্র রাজশাহী বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করায় আমরা আনন্দিত ও গর্বিত। মেধাবী ছাত্র নাফিস উদ্দীন ফুয়াদ শুধু সাহাপুর ইউনিয়ন নয়, গোটা ঈশ্বরদী ও পাবনা জেলার মুখ উজ্জ্বল করেছে।’
নাফিসের চাচাতো ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাসের মেধাবী ছাত্র নোমান সিদ্দিকী বলেন, ‘এর আগে পিএসসি এবং জেএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল নাফিস। সে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ২০১৭, ১৮ এবং ১৯ সালে পরপর তিনবার ঈশ্বরদী উপজেলা ও পাবনা জেলার মধ্যে প্রথম স্থান এবং রাজশাহী বিভাগের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছিল। এ ছাড়া মেধা যাচাইয়ের বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করার সাফল্য আছে তার।’
নাফিস ও তার পরিবারের পক্ষ থেকে ভাই নোমান সিদ্দিকী ঈশ্বরদীসহ দেশবাসীর কাছে নাফিসের জন্য বিশেষ দোয়া কামনা করেছেন।