কক্সবাজারে ক্রিস্টাল আইস, ইয়াবা, অস্ত্রসহ গ্রেপ্তার ২
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/12/17/cox-news-pic.jpg)
কক্সবাজারের টেকনাফে নাফ নদে অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র, ক্রিস্টাল মেথ আইস. ইয়াবা পাচারের সময় একজন মিয়ানমারের নাগরিকসহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার আজ শুক্রবার সকালে ব্যাটালিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গতকাল ১৬ ডিসেম্বর গভীর রাতে টেকনাফস্থ দমদমিয়া এলাকার নাফ নদ দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন সদর এবং অধীনস্থ দমদমিয়া বিওপি হতে দুটি বিশেষ টহলদল নাফ নদে কৌশলগত অবস্থান নেয়। আজ শুক্রবার ভোররাতে বিজিবি টহলদল দুটির একটি জালিয়ারদ্বীপ এলাকায় একটি হস্তচালিত কাঠের নৌকাকে বাংলাদেশে আসতে দেখে। নৌকাটি জালিয়ারদ্বীপের কাছাকাছি এসে পৌঁছালে বিজিবির টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করে। নৌকার আরোহীরা বিজিবির চ্যালেঞ্জকে উপেক্ষা করে নৌকা ঘুরিয়ে মিয়ানমার সীমান্তের দিকে চলে যেতে থাকলে, বিজিবি টহলদল সন্দেহভাজন নৌকাটিকে থামানোর চেষ্টা করে। পরে বিজিবির টহলদল স্পিড বোটের সাহায্যে বিভিন্ন দিক থেকে ঘেরাও করে একজন তালিকাভুক্ত বাংলাদেশি মানব পাচারকারী এবং একজন মিয়ানমার নাগরিকসহ নৌকাটিকে আটক করতে সক্ষম হয়। নৌকাটি তল্লাশি করে এর ভিতরে পাটাতনের নিচে একটি কম্বলের ভেতরে লুকায়িত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র, ক্রিস্টাল মেথ আইস, ইয়াবাসহ অন্যান্য মালামাল জব্দ করতে সক্ষম হয়। গ্রেপ্তাকৃত আসামিরা হলেন
কক্সবাজারের টেকনাফ উপজেলার মোচনী গ্রামের দ্বীন মোহাম্মদ (৪০) এবং মিয়ানমারের নাগরিক বদি আলম (৩০)।
বিজিবি অধিনায়ক আরও জানান, আটকদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চোরাচালান আইনে টেকনাফ থানায় মামলার এবং উদ্ধারকৃত অস্ত্র, মাদক এবং অন্যান্য মালামাল যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।