বেনাপোলে ৬০ লাখ টাকার ভায়াগ্রা পাউডার জব্দ

বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২০১ দশমিক ৫ কেজি ওজনের চার বস্তা যৌন উত্তেজন ওষুধ ভায়াগ্রার পাউডার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার (১৭ মে) দুপুরে বেনাপোল বাজারে এসএ পরিবহন অফিসের সামনে পাকা রাস্তার ওপর থেকে এসব পাউডার জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, চোরাকারবারিরা একটি ভ্যানে করে বিপুল পরিমাণ ভায়াগ্রা পাউডারের চালান নিয়ে এসএ পরিবহন অফিসের সামনে আসে। এ সময় বিজিবির টহল দল ঘটনাস্থলে উপস্থিত হলে চোরাকারবারিরা চারটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে টহল দল বস্তাগুলো জব্দ করে। ধারণা করা হচ্ছে, এগুলো পাচারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, জব্দকৃত পাউডারের বাজারমূল্য প্রায় ৬০ লাখ ৪৫ হাজার টাকা।
সাইফুল্লাহ্ সিদ্দিকী আরও বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।